শুকনো রাস্তায় সমুদ্রের ঝটকা! জলের তোড়ে ছিটকে পড়লেন যুবতী, ভিডিও না দেখলে মিস

বিপদ কাউকে বলে কয়ে আসেনা। বিপদ যখন তখন আর যেখানে সেখানে ঘটে যেতে পারে। সম্প্রতি বিকট শব্দ হবার পর রাস্তা ভেঙে যায়। ও আহত হয় এক মহিলা স্কুটি চালক। সেই দৃশ্য দেখতে পেয়েই ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত লোকজনেরা ছুটে আসেন। আর ভিডিও হয় ভাইরাল।

সংবাদসংস্থা এএনআই-র টুইটে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, যাভতমলের একটি রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে আসছিলেন এক মহিলা। দিনের বেলা হলেও, সম্পূর্ণ ফাঁকা ছিল রাস্তাটি। শুধু গোলাপী রঙের পোশাক পরিহিত ওই মহিলাই স্কুটি চালিয়ে আসছিলেন। হঠাৎই একটা বিকট শব্দ শোনা যায়। আর যার জন্যই ঘটে এই বিপত্তি।

এই ভয়ঙ্কর ভিডিয়ো সামনে আশা মাত্রই ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা গেল আচমকাই ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে রাস্তা (Road Crack)। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে বাদামী রঙের জল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) যাভতমলে। সেখানেই একটি রাস্তা ভেঙে দুই টুকরো হয়ে যায়। জানা গিয়েছে, রাস্তার নীচে থাকা জলের পাইপলাইন (Water Pipeline) ফেটে এই বিপত্তি ঘটে। ওই মুহূর্তেই মহিলা স্কুটি নিয়ে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে ফাটলের জেরে ধুলো ও জলের তোড়ে মহিলা স্কুটি থেকে পড়ে যান।

জানা যায়, এর আগে ২০২০ সালেও উত্তর প্রদেশের বরৌলির একটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে এভাবেই সিলিংয়ে লাগানো জলের পাইপলাইন ফেটে যায় এবং গোটা ওয়ার্ড জলে পরিপূর্ণ হয়ে যায়। আর এখন আবার ঘটলো সেই একই রকম বিপত্তি।

বিকট শব্দ ও রাস্তা ভেঙে যাওয়ার দৃশ্য দেখতে পেয়েই ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত লোকজনেরা ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করেন। পূজা বিশ্বাস নামক এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ফোনে কথা বলছিলেন। হঠাৎ দেখেন সামনের রাস্তা ভেঙে দুই টুকরো হয়ে গেল এবং মাটির নীচ থেকে প্রবল গতিতে জল বেরতে শুরু করল। মাটির নীচে কোনও পাইপলাইন ফেটে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। নিমেষেই গোটা এলাকা জলে পরিপূর্ণ হয়ে যায়। সাধারণ মানুষেরাও আতঙ্কিত হয়ে পড়েন।