হিন্ডেনবার্গ অস্বস্তি এড়িয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া, ফের মোক্ষম চাল আদানির!

নিজস্ব প্রতিবেদন : শুধুমাত্র একটি রিপোর্ট কিভাবে একটি সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিতে পারে তা সাম্প্রতিককালে দেখা গিয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্ট (hindenburg research) সামনে আসার পর মাত্র দিন কয়েকের মধ্যে হু হু করে পড়তে শুরু করে আদানি গোষ্ঠীর (Adani Group) শেয়ার। তবে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম আদানি (Gautam Adani)।

তবে আদানি গোষ্ঠী কেবলমাত্র হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে থেমে থাকতে চাইছে না। শোনা যাচ্ছে, এর পাশাপাশি নিজেদের অস্তিত্ব পুনরায় ফিরে পাওয়ার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। আদানি গোষ্ঠীর এই ঘুরে দাঁড়ানোর মরিয়ায় এবার আরও একটি মোক্ষম চাল দিতে পারেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। কি সেই মোক্ষম চাল!

হিন্ডেনবার্গের রিপোর্ট যেমন আদানি গোষ্ঠীর সাম্রাজ্যকে টলিয়ে দিয়েছে সেই রকমই এত মারাত্মক অভিযোগ কিভাবে সামনে এলো তা নিয়েও প্রশ্ন উঠছে? এত মারাত্মক অভিযোগ সামনে আসার মূলে কি তাহলে নিজেদের বিভিন্ন সংস্থার অন্তরেই ঢুকে রয়েছে বিভীষণ! এই বিষয়টিকে খুঁজে বের করার জন্য নাকি গৌতম আদানি সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের বিভিন্ন সংস্থার অন্দরেই তদন্ত করাবেন।

শুধু সিদ্ধান্ত নিয়েছেন এমন নয়, এর পাশাপাশি এমন পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি একটি মার্কিন সংস্থা ‘গ্রান্ট থর্নটন’কে দায়িত্ব দিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। যদিও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি দাবি করেছেন, এমন কোন পরিকল্পনা নেই।

নিজেদের বিভিন্ন সংস্থার অন্দরে তদন্ত করার বিষয়ে মার্কিন সংস্থা ‘গ্রান্ট থর্নটন’কে দিয়ে তদন্ত করার যে পরিকল্পনার বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তা গুজব বলে দাবি করা হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের তরফ থেকে। তবে বিষয়টি সত্যি গুজব নাকি এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়েও প্রশ্ন থেকে যায়।