শাড়ি পরে শুধু লাঠির সাহায্যেই বিষধর সাপ ধরে নজির মহিলার

নিজস্ব প্রতিবেদন : বিয়ে বাড়ি যাবার জন্য সবেমাত্র শাড়ি পরে তৈরি হচ্ছেন। আর ঠিক সেই সময়ই ফোনের রিং বেজে উঠল। ফোন ধরতেই জানা গেল এক গৃহস্থের বাড়িতে একটি বিষধর সাপ ঢুকেছে। আর সেই বিষধর সাপটিকে ধরতে হবে। আর ফোন পাওয়ামাত্রই শাড়ি পরা অবস্থাতেই সাপ ধরা কোনরকম সরঞ্জাম ছাড়াই ছুটে গেলেন ওই গৃহস্থের বাড়িতে। তারপর বাড়ির ফোন থেকে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করলেন।

এমন সাহসিকতার পরিচয় দিয়ে নজির সৃষ্টি করেছেন কর্নাটকের এক সাপ উদ্ধারকারী মহিলা নির্ঝর ছিট্টি। আর ওই সাপ উদ্ধারের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অজয়িতা নামের এক চিকিৎসক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। পাশাপাশি সাপ উদ্ধারকারী ওই মহিলার এমন সাহসকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।

ডাঃ অজয়িতার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে জানা গিয়েছে, এই সাপ উদ্ধারকারী মহিলা বিয়ে বাড়ি যাওয়ার জন্য শাড়ি পরা অবস্থাতেই গৃহস্থের বাড়িতে সাপ ঢুকে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন সাপটিকে ধরতে। তারপর ছোট্ট একটি লাঠির সাহায্যে অন্য কোন সরঞ্জাম ছাড়াই বাগে আনেন ওই বিষধর সাপটিকে।