১০০ দিন ৯ ঘন্টা করে ঘুমালেই ১ লক্ষ টাকা, ডিগ্রি ছাড়াই চাকরি

নিজস্ব প্রতিবেদন : ভালো রোজগারের চাকরি সকলেরই স্বপ্ন। তবে ভালো রোজগারের চাকরির সাথে সাথে কাজের চাপও বাড়বে, এটাই স্বাভাবিক। তবে কেউ যদি আপনার সামনে এমন অফার তুলে ধরে যে ঘুমানোটাই চাকরি, আর ঘুমালেই মিলবে টাকা। তাহলে কেমন হতো বলুন তো!

আসলে এমনটা হয় না তাই না। তা ভাবলে ভুল হবে। কারন এমনই অবিশ্বাস্য এক চাকরির সন্ধান মিলেছে। সম্প্রতি ‘ওয়েকফিট’ নামে ব্যাঙ্গালুরুর একটি সংস্থা ব্যক্তির ঘুমের দক্ষতার উপরেই কর্মী নিয়োগ করছে। আর যারা সফল ভাবে শর্ত পূরণ করতে পারছেন তারা গুনে গুনে নিয়ে যাচ্ছেন ১ লক্ষ টাকা।

আবার এই চাকরি বা কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করার সময় কোনো দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা অথবা ডিগ্রির মত বিষয় মাথা ঘামানোর বিন্দুমাত্র প্রয়োজন নেই। কারন ওসব এখানে প্রয়োজনই নেই। কেবল ভালোভাবে ঘুমোতে পারলেই এই পদে কাজ করার জন্য আবেদন করা যেতে পারে। আর দিনে কত ঘণ্টা নিশ্চিন্তে আপনি ঘুমোতে পারেন তার উপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করবে ওই সংস্থা। কাউন্সিলিং পর্ব শেষে শুরু হবে আবেদনকারী কাজ। এই বিষয়ে আরও তথ্য জানা যাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.wakefit.co/sleepintern/ থেকে।

সংস্থার শর্ত থেকে জানা গিয়েছে, মোট কাজের দিন ১০০। টানা ওই ১০০ দিন দিনে ৯ ঘণ্টা করে ঘুমোতে হবে। যদি ব্যক্তি এই কাজ করতে পারেন তবেই আয় হবে ১ লক্ষ টাকা! আর যদি কোনো ব্যক্তি ওই ১০০ দিনে ৯ ঘণ্টার কম ঘুমালে কোনো অর্থ পাবেন না।

তবে এই চাকরির ঘোষণা নতুন নয়। গত বছরই এই কাজের বিষয়ে প্রকাশ করেছিল সংস্থা। এরপর গত বছরে এই কাজে ১ লক্ষ ৭০ হাজার জন এই কাজে যোগ দেন। কিন্তু সবদিক বিবেচনা করে শেষ পর্যন্ত মাত্র ২৩ জন ১ লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন। কারণ এই ২৩ জনই টানা ১০০ দিন দিনে ৯ ঘণ্টা করে ঘুমোতে সক্ষম হন।

তবে কেন এমন আজব চাকরির সন্ধান দিচ্ছে ওই সংস্থা?

এবিষয়ে সংস্থার দাবি করেছে, বর্তমানের ব্যস্ততম যুগে ঘুম যে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ তা অনেকেই খেয়াল করেন না। শরীরের বিশ্রাম কতটা প্রয়োজন তাও ভুলে যায় মানুষ। আর পর্যাপ্ত ঘুমের অভাবে নানারকমের অসুখের প্রবণতা বাড়ছে। অন্যান্য কাজের সাথেই ঘুমও যে যথেষ্ট প্রয়োজনীয় সেই বিষয়ে মানুষকে সতর্ক করতেই এই উদ্যোগ।