‘বন্ধুরা পাশ করেছে’, ও মাধ্যমিকে পাশ করতে না পারায় বেছে নিল অন্তিম পথ

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে গত বছর হয়নি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে এই বছর যথারীতি আগের মতই হয় মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার পর গতকাল অর্থাৎ শুক্রবার ৭৯ দিনের মাথায় প্রকাশ করা হয় ফলাফল। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় বীরভূমের বিভিন্ন জায়গার পড়ুয়ারা খুব ভালো ফলাফল করেছে।

পরীক্ষার ফলাফল বের হওয়ার পর বহু পরীক্ষার্থী আনন্দে আত্মহারা হয়ে ওঠে তাদের ভালো ফলাফলের জন্য। কিন্তু এরই মধ্যে এক পরীক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। বন্ধুরা সবাই পাস করে গিয়েছে আর সে পাশ করতে না পারায় তেমন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবি পরিবারের।

মাধ্যমিকে পাস করতে না পেরে এমন আত্মহত্যার পথ বেছে নেওয়া ওই পড়ুয়া বীরভূমের লাভপুরের ভগবতীপুরের। তার নাম প্রিয়াঙ্কা বাগদি। প্রিয়াঙ্কা চৌহাট্টা হাইস্কুলের একজন পড়ুয়া। তবে সে এইভাবে পরীক্ষায় পাশ না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেবে এমনটা কেউ ভেবে উঠতে পারেনি।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের খবর পেয়ে অন্যান্যদের মত সেও গতকাল স্কুলে যায়। কিন্তু স্কুলে গিয়ে দেখতে পায় অন্যান্যরা পাশ করলেও সে পাশ করতে পারেনি। এরপর বাড়িতে আসে। বাড়িতে কেউ কিছু বকাঝকাও করেনি তাকে। কিন্তু এরই মধ্যে সন্ধ্যা বেলায় দেখা যায় সে গলায় দড়ি নিয়ে ঝুলছে।

তাকে ঝুলন্ত অবস্থায় রেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে সেখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়।