জীবনে প্রথম লটারির টিকিট, তাতেই বাজিমাত করে কোটিপতি স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিবেদন : চারদিকে এখন লটারির টিকিট কোটি টাকা জিতে কোটিপতি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই খবর যতই ছড়িয়ে পড়ছে ততই লটারির টিকিট কেনার নেশা বাড়ছে মানুষের মধ্যে। কারণ কমবেশি প্রত্যেকেরই কোটিপতি হওয়ার শখ রয়েছে। সেই রকমই এক শিক্ষক জীবনে প্রথমবার লটারির টিকিট কেটেই কোটিপতি হয়ে গেলেন। একে বাজিমাত ছাড়া আর কিছু বলা যায় না।

যিনি এইভাবে প্রথমবার লটারি টিকিট কেটে কোটিপতি হয়েছেন তিনি হলেন প্রাথমিক স্কুল শিক্ষক লব কুমার ভুজেল। কোনদিনই তার লটারির টিকিট কাটার শখ ছিল না এবং তিনি কখনোই বিশ্বাস করতে পারেননি যে এইভাবে একবার লটারির টিকিট কেটেই কোটিপতি হয়ে যেতে পারেন। এমনকি কোটিপতি হওয়ার পরেও তার বিশ্বাস হচ্ছে না।

লব কুমার ভুজেল কালচিনি তোর্ষা চা বাগান এলাকার একজন বাসিন্দা। তার একটি পায়ে ছোট থেকেই জোর কম আর সেই কারণে চলাফেরা করার ক্ষেত্রে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে তিনি ছোট থেকেই ভালোভাবে পড়াশোনা করে বর্তমানে স্কুল শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন।

লব কুমার ভুজেল একজন প্রাথমিক শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সমাজ কর্মী এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষমদের লড়াইয়ের অন্যতম কান্ডারী। তার এইভাবে লটারি টিকিট জেতার খবর ছড়িয়ে পড়ার পর এলাকার বাসিন্দারা তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন এবং তাকে অভিনন্দন জানান।

অন্যদিকে মোটা অংকের টাকা লটারিতে পুরস্কার হিসেবে জেতার পর থানার দ্বারস্থ হয়ে তিনি বিষয়টি জানান এবং পরবর্তী যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তিনি টাকা হাতে পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। তবে এই কোটি টাকা তিনি সমাজসেবক হিসাবে সমাজের কাজে লাগাতে চান বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই টাকার বড় অংশ প্রতিবন্ধীদের শিক্ষা ও সুস্বাস্থ্যের জন্য খরচ করা হবে।