ট্রাফিক আইন ভেঙ্গে ফাইন ২,০০,৫০০! জরিমানার নয়া রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : ১ লা সেপ্টেম্বর থেকে নতুন ট্রাফিক আইন লাগু হওয়ার পর জরিমানার ভয়ে রীতিমতো আতঙ্কে দেশের নাগরিকরা। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই চিন্তিত সকলে, যদি একবার ট্রাফিক পুলিশের হাতে করেন তাহলেই নিঃস্ব। অবশ্য তখনই আপনাকে জরিমানা গুনতে হবে যদি আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেন অথবা জরুরী কাগজপত্র না থাকে। আর এই জরিমানার পরিমাণ এতটাই বিপুল যে, কয়েকবার যদি আপনি এই জরিমানার সম্মুখীন হন তাহলে গাড়ির দামকেও ছাড়িয়ে যেতে পারে।

আর এই নতুন আইনে ভর করে ট্রাফিক আইন লংঘন করার জন্য এক ট্রাকচালক দু’লক্ষ ৫০০ টাকার জরিমানার সম্মুখীন। তবে এ ঘটনা প্রথম নয়, গতকাল একইভাবে রাজস্থানের আরো এক লরি চালক হাতে পেয়েছিলেন ১,৪১,৭০০ জরিমানার চালান। এই পরিমাণ টাকার অঙ্ককে রেকর্ড জরিমানা হিসেবে অনেকেই উল্লেখ করেছিলেন। কিন্তু সেই টাকার অঙ্ককে ছাড়ালো রাম কিষান নামে আরও এক লরি চালককে ধরানো জরিমানার চালান।

রাম কিষান নামে ওই লরি চালককে ট্রাফিক আইন লংঘন করার অভিযোগে দু’লক্ষ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এত পরিমান জরিমানা এদেশের সমস্ত জরিমানার রেকর্ডকে হার মানিয়েছে। আর এই জরিমানার চালানসহ প্রকাশিত হয়েছে এএনআই সংবাদ সংস্থার ট্যুইটার হ্যান্ডেলে। ওই চালান টুইটারে পোস্ট দেওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে।

জানা গিয়েছে, রাম কিষান নামে ওই লরি চালককে এই বিপুল পরিমাণ জরিমানা করা হয়েছে গত বৃহস্পতিবার। এই বিপুল পরিমাণ জরিমানা করার কারণ হিসেবে জানা গিয়েছে, ওভারলোডিং! বৃহস্পতিবার অতিরিক্ত ভারবহনের অপরাধে ওই লরি চালককে এই বিপুল পরিমাণ জরিমানার সম্মুখীন হতে হয় দিল্লির মুকারবা কাছে।