বিজ্ঞাপন

চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল আস্ত ফ্লাইওভার! ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন : ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি ভেঙ্গে পড়ার ঘটনা ভারতে নতুন কিছু নয়। কখনো দীর্ঘদিনের ফ্লাইওভার ভেঙ্গে (Flyover Collapsed) পড়তে দেখা গিয়েছে, আবার কখনো নির্মীয়মান ফ্লাইওভার হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে। বহু ক্ষেত্রেই এই ধরনের ঘটনায় অজস্র মানুষের প্রাণ গিয়েছে আবার অনেকেই আহত হয়ে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে হারিয়েছেন। এবারও সেই রকমই একটি ফ্লাইওভার ভেঙ্গে পড়ল, হুড়মুড়িয়ে ওই ফ্লাইওভারের ভেঙ্গে পড়ার ভিডিও না দেখলে বিশ্বাস হবে না এমনটাও হতে পারে।

এর আগে আমরা ফ্লাইওভার ভেঙ্গে পড়ার ঘটনা দেখেছি পশ্চিমবঙ্গে, ঝড়ের দাপটে ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা নজরে এসেছে বিহারে, তবে এবার ফ্লাইওভার ভেঙ্গে পড়ার ঘটনাটি ঘটলো মহারাষ্ট্রে। সেখানে মুম্বই গোয়া জাতীয় সড়কের উপর ভেঙ্গে পড়া ফ্লাইওভারটি নির্মাণের কাজ চলছিল। ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল চিপলুনে। সেখানে চার লেনের মুম্বাই গোয়া জাতীয় সড়কের উপর এই ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল। তবে সেটি এইভাবে ভেঙ্গে পড়ে যাবে তা কেউ ভেবে উঠতে পারেননি।

বিজ্ঞাপন

ওই ফ্লাইওভারটি ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে সোমবার দুপুর বেলায়। ফ্লাইওভারটি ভেঙ্গে পড়ার আগে তার ভিত ধসে গিয়েছিল। তখনই দেখতে দেখতে ওই ফ্লাইওভারের বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ফ্লাইওভার নির্মাণের জন্য বড় বড় ক্রেন ব্যবহার করা হচ্ছিল। ফ্লাইওভার ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই ওই ক্রেনগুলি ক্ষতির মুখে পড়ে। তবে বরাত জোরে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর পাওয়া গিয়েছে।

বিজ্ঞাপন

ভেঙ্গে পড়ার ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, নির্মীয়মান ওই ফ্লাইওভারের বড় একটি অংশের মাঝের অংশ প্রথমে ঝুলে পড়ে এবং তারপরেই কারো কিছু বুঝে ওঠার আগে বাকি অংশ ভেঙ্গে পড়ে। ওই ফ্লাইওভারের কাছে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয়। কেন এই ফ্লাইওভার ভেঙ্গে পড়ল তা সম্পর্কে এখনো পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে তাদের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।