কাঁদতে কাঁদতে একাই ইউক্রেন ছাড়ছে খুদে, চোখে জল নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : ইতিহাস বলছে, রাজায় রাজায় যুদ্ধ হলেও তার ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। এই সাধারণ সত্য বারংবার উপলব্ধি করলেও রাষ্ট্রনেতাদের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়তে দেখা যায়। আর এবারও যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াই শুরু হয়েছে সেই সময় এই রকমই হৃদয়বিদারক একটি ঘটনার সাক্ষী থাকলো বিশ্ব।

ইউক্রেনের উপর রাশিয়ার সেনা অভিযান দেখতে দেখতে পা দিলো ১৪ দিনে। এই কয়েকটি দিনে গোটা বিশ্ব অজস্র করুণ ছবি দেখেছে। সেইরকমই এবার একটি ছোট্ট শিশুর করুণ মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু কাঁদতে কাঁদতে দেশ ছাড়ছে। সংবাদ সংস্থা রাইটার্স সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের ওই ছোট্ট শিশুটি পাড়ি দিয়েছে পোল্যান্ডে।

সোশ্যাল মিডিয়ায় ওই শিশুর এইভাবে একা কাঁদতে কাঁদতে হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হতে সময় নেয় নি। ভিডিওতে দেখা গিয়েছে, ওই শিশুর হাতে ধরা ব্যাগে উঁকি মারছে পুতুল। তার আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। শিশুটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হাউমাউ করে কাঁদছে। ওই শিশুর এইভাবে হেঁটে যাওয়ার ভিডিও বিশ্বকে শিউরে দিয়েছে।

ওই শিশুটির এমন অসহায় পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা। এই দৃশ্য দেখে নেটিজেনদের অনেকেই ওই শিশুর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। পাশাপাশি তাদের প্রশ্ন, সত্যিই কি ওই শিশু একা একা দেশ ছাড়ছে? যদি তা সত্য হয়ে থাকে তাহলে কিভাবে তার পাশে দাঁড়ানো যাবে? কেউই মানতে পারছেন না তার এইভাবে দেশ ছাড়া।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই দেশের ২০২টি স্কুল, ৩৪টি হাসপাতাল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সাধারণ বসতি অঞ্চলের ১৫০০টি বাড়ি ক্ষতির সম্মুখীন। দেশের ৯০০টি গুরুত্বপূর্ণ ভবনের জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছেন ১৭ লক্ষ মানুষ। পাশাপাশি সরকারি হিসেবে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে, আহত ৭১ শিশু।