ফেসবুক বন্ধুর টানে সুইডেন থেকে ভারতে যুবতী, বিয়ে হল দেশীয় রীতিতে

ভালোবাসার জন্য মানুষ কি না কি করতে পারে। তার প্রমাণ ফেসবুকে প্রায়শই দেখা যায়। ভালোবেসে এই দেশ থেকে বিদেশেও বিয়ে করতে বহুবার দেখা যায়। তবে এবার সুদূর সুইডেন থেকে একটি মেয়ে উত্তরপ্রদেশে বিয়ে করতে এলেন।

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সত্যিকারের ভালবাসার মানেটাই হারিয়ে গিয়েছে। তবে ইদানিং লক্ষ লক্ষ ছেলে-মেয়ে সোশ্যাল মিডিয়ার জন্যই প্রেমে পড়ছেন। বেশিরভাগ প্রেমই এখন সোশ্যাল মিডিয়ার চক্করেই হয়। সেগুলো হয় কখনো মিথ্যা ভালোবাসা কিন্তু বেশিরভাগই হয় সত্যিকারের ভালোবাসা।

তবে অনেকেরই বিশ্বাস যে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা সম্ভব নয়। তাদের আরো একবার ভুল প্রমাণ করে দিলেন এক নব দম্পতি। মেয়েটির নাম ক্রিস্টান লিবার্ট, থাকেন শুধু সুইডেনে। ছেলেটির নাম পবন কুমার। ভালোবাসার টানে সোজা উত্তরপ্রদেশের ইতায় চলে এসেছেন। আলাপ তাদের ফেসবুকে, তাও আবার ১২ বছর আগে।

তারপরেই ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিস্টান এবং পবন। তারপরে ছয় হাজার কিলোমিটার পথ পেরিয়ে পবনের কাছে ছুটে আসে ক্রিস্টান। গত শুক্রবার তাদের চার হাত এক হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন উত্তরপ্রদেশের সেই জেলার একটি স্কুলে। মেয়ের পরিবার কিন্তু এখনো এই বিয়ে মেনে নেয়নি কিন্তু ছেলের পরিবার আনন্দে এই বিয়ে মেনে নিয়েছে।

এক সংবাদমাধ্যমের দ্বারা পবন ও ক্রিস্টানের বিয়ের প্রতিটি ছবি দেখা যায়। একটি ছবিতে লাল লেহেঙ্গা পড়ে টুকটুকে বিয়ের কোণে সেজেছেন ক্রিস্টান, যেখানে তাকে অপূর্ব সুন্দর লাগছে। তিনি বলেন যে, তিনি ভারতকে ভীষণ ভালোবাসেন। এর আগেও তিনি ভারতের এসেছেন। পবনের বাবা মাও এই বিয়েতে ভীষণ খুশি, সেকথা জানিয়েছেন তার বাবা নিজে।