বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা, গাফিলতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের দিকে

অমরনাথ দত্ত : সাবমারসিবলের বিদ্যুতের তার বেশ কয়েকদিন ধরেই কেটে পড়েছিল মাঠের মধ্যে। বারবার বলা সত্ত্বেও ভ্রুক্ষেপ করেন নি মালিকপক্ষ, পাশাপাশি কোনরকম পদক্ষেপ গ্রহণ করেননি বিদ্যুৎ দপ্তর। যার কারণে মঙ্গলবার সকালে ওই বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালিকপক্ষ ও বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে প্রাণ গেল ওই মহিলার।

মৃত মহিলার নাম গীতা মাল, বয়স ৭২ বছর। মঙ্গলবার সকালে মাঠে প্রাতঃকর্ম সারতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। মৃত ওই মহিলার বাড়ি বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। ঘটনার পর শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। যদিও এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কেউ কিছু বলতে নারাজ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাবমারসিবলের তার এইভাবে কেটে যাওয়ার পর আমরা বারবার মালিকপক্ষকে বলেছিলাম ব্যবস্থা গ্রহণের জন্য।পাশাপাশি একইভাবে গ্রামের মধ্যে আরও একটি বিদ্যুতের তার এইভাবে কেটে রয়েছে। যেটিকেও ঠিক করার জন্য বলা হয়েছিল বিদ্যুৎ দপ্তরকে। কিন্তু কোনো ক্ষেত্রেই কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দিন কয়েক আগেই ওই পড়ে থাকা বিদ্যুতের তারে একটি কুকুর ও একটি ছাগল শক খায়। যদিও তাদের কিছু হয়নি, কিন্তু আজ ওই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এই মহিলার।

ঘটনার পর এলাকার স্থানীয় বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই মহিলার। দীর্ঘদিন ধরে এই তার মাঠের মধ্যে পড়ে থাকলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারণেই আজ এমন পরিণতি হলো।