নিজস্ব প্রতিবেদন : কথায় আছে ‘রাখে হরি মারে কে!’ এই প্রবাদের সাক্ষী থাকতে দেখা গিয়েছিল দিন কয়েক আগেই উত্তরাখণ্ডে হিমবাহ ধসের পরেও টানেল থেকে উদ্ধার হন ২০ জনের কাছাকাছি কর্মীরা। আর আবারও একই রকম ঘটনার সাক্ষী থাকলো দেশ। যেখানে দেখা গেলো এক মধ্যবয়সী মহিলা চলন্ত ট্রেনের তলায় পড়ে গিয়ে অক্ষত রইলেন।
চলন্ত ট্রেনের তলায় পড়ে মহিলার অক্ষত থাকার ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। আর সেই মুহূর্তকে পাশে থাকা অন্যান্য ব্যক্তিরা ক্যামেরাবন্দী করেন। তারপর তা ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ওই মহিলার উপস্থিত বুদ্ধিরও তারিফ করেছেন।
ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে একটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে ছিল সিগন্যালের অপেক্ষায়। আর সেই ট্রেনটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওই মহিলা লাইন পারাপারের চেষ্টা করেন। কিন্তু সেই সময় তিনি হোঁচট খেয়ে লাইনের উপর পড়ে যান। আর তখনই ট্রেনটিও সিগন্যাল পেয়ে চলতে শুরু করে। মাত্র কয়েক ফুটের তফাৎ থাকায় ওই মহিলা তড়িঘড়ি উঠতে পারেননি।
ঘটনা দেখে পাশে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হইচই পড়ে যায়। শুরু হয় চেঁচামেচি। ট্রেনটিকে থামানোর তোড়জোড় শুরু হয়। কিন্তু ট্রেন থামানোর চেষ্টা বৃথা যায়। তবে পরিস্থিতি দেখে ওই মহিলা নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান। লাইনের উপর নড়াচড়া না করে গুটি হয়ে শুয়ে পড়েন। আর ওই মহিলার উপর দিয়েই চলে যায় একের পর এক ট্রেনের বগি।
#WATCH | A woman saved her life by lying down on a railway track in Haryana's Rohtak after she got trapped beneath a moving train. The train was earlier on standby, awaiting a signal. She allegedly tried to cross it by going under when the train began to move suddenly (17.02) pic.twitter.com/kkuY1jtihm
— ANI (@ANI) February 18, 2021
[aaroporuntag]
এরপর ট্রেন চলে গেলে ওই মহিলা অক্ষত অবস্থায় উঠে আসেন। স্বস্তি পান আশেপাশে উপস্থিত থাকা ব্যক্তিরাও। আর ওই মহিলা নিজের গন্তব্যের দিকে রওনা দেন। এমন ঘটনা এর আগে কেউ কোনদিন দেখেছেন কিনা মনে করতে পারছেন না বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা।