খাবার দিতে গিয়ে অন্য মহাদেশে পাড়ি ফুড ডেলিভারি মহিলার, অবাক নেট দুনিয়া

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে এখন যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নির্ভরতা বেড়েছে ডিজিটালে, ঠিক সেই রকমই খাবার-দাবারের ক্ষেত্রেও অর্ডার হচ্ছে বিভিন্ন অ্যাপে। উৎসব অনুষ্ঠান, রোজকার রকমারী খাওয়া-দাওয়া ছাড়াও এখন বাড়িতে অতিথি এলেও দেখা যাচ্ছে এক ক্লিকে অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিতে এবং সেই খাবার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যেতে।

তবে খাবার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে দেখা যায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেলিভারি বয়দের খাবার নিয়ে পৌঁছাতে এবং সেই খাবার গ্রাহকদের হাতে তুলে দিতে। আসলে আমরা নিকটবর্তী জায়গা থেকেই নিজেদের পছন্দের খাবার অর্ডার দিয়ে থাকি। তবে কখনো কি শুনেছেন, অন্য দেশে খাবার অর্ডার দিয়েছেন কোন গ্রাহক এবং সেই খাবার ডেলিভারি করতে ডেলিভারি মহিলাকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে হলো। ঘটনাটি অত্যন্ত তাজ্জব।

তবে ইনস্টাগ্রামে এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ফুড ডেলিভারি মহিলা মনসা গোপাল। তিনি সিঙ্গাপুর থেকে আন্টার্কটিকার এক প্রত্যন্ত অঞ্চলে খাবার অর্ডার ডেলিভারের যাত্রাপথ রিলের মাধ্যমে তুলে ধরেছেন নোম্যাডনবাজেট নামে একটি instagram প্রোফাইলে। ফুড ডেলিভারি দিতে এক দেশ থেকে অন্য মহাদেশে যাওয়া ওই মহিলা মনসা হলেন চেন্নাইয়ের বাসিন্দা।

ওই মহিলা কেবলমাত্র খাবার পৌঁছে দিতে চারটি মহাদেশ পার করে গন্তব্যে পৌঁছেছেন। এর জন্য তাকে ৩০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা পাড়ি দিতে হয়েছে। রিল ভিডিও আকারে তার যাত্রাপথের এই রুট প্রকাশ করার পর তা instagram-এ আপলোড করতেই ভাইরাল হয়ে পড়ে।

এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দেওয়ার ক্ষেত্রে ওই মহিলাকে যেমন ফ্লাইটে করে পাড়ি দিতে হয়েছে ঠিক তেমনি আবার প্রত্যন্ত জায়গায় ওই খাবার পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ভূখণ্ড পাড়ি দিতে হয়েছে পায়ে হেঁটেও। এই সকল ভূখণ্ডের মধ্যে রয়েছে তুষার, কাদার মতো দুর্গম পথও।