সিভিকের মারে মাথা ফাটলো তরুণীর, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন : প্রতিবেশী এক সিভিক ভলেন্টিয়ারের বাঁশের আঘাতে মাথা ফাটলো এক তরুনীর। আহত অবস্থায় ওই তরুণী রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মাঝারিপাড়া গ্রামে।

ঘটনায় আহত তরুনীর নাম রুবি কয়াল। যে সিভিক ভলেন্টিয়ারের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তিনি হলেন নীলকান্ত মন্ডল। দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা থেকেই এই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে।

রুবির পরিবারের দাবি, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের মা শিখা মন্ডলের সাথে রুবির পরিবারের ভালো সম্পর্ক রয়েছে। ফলে নিয়মিত যাতায়াত রয়েছে তাঁর। এদিকে সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রী শিখা দেবীকে পছন্দ করেন না। ফলে বাড়িতে প্রায়শই অশান্তি লেগে থাকে। সিভিক ও তার স্ত্রীর সন্দেহ রুবির পরিবারের লোকজন তাদের মাকে কুমন্ত্রণা দিচ্ছে। এই সন্দেহ থেকেই সোমবার সকালে রুবির মাথায় বাঁশ দিয়ে আঘাত করে।

যদিও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দাবি করেছেন, তিনি ওই তরুনীর মাথায় আঘাত করেন নি। তার স্ত্রীর সাথে ওই তরুনীর মারামারি হয় তখন কোনো কারণবশত মাথা ফেটে যায়। পাশাপাশি সে এও জানায়, “আমাদের পরিবারে অশান্তির মধ্যে ওরা নাক গলাচ্ছে। আমাদের পারিবারিক ঝগড়ার সময় ওদের বাড়ির লোকজন চলে আসে তারপরেই এই ঘটনা ঘটে যায়।”