অসুস্থ বাবার চিকিৎসা করাতে ২১০০ কিমি সাইকেলিং যুবকের, পাশে জওয়ানরা

নিজস্ব প্রতিবেদন : মুম্বই থেকে জম্মু কাশ্মীর দূরত্ব কতটা সে তো বুঝতেই পারছেন। কিন্তু বাবা ছেলের সম্পর্কটাও এইরকমই গভীর। কোন দূরত্ব সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই দূরত্ব বাধা নয়, কিমির দূরত্ব যতই থাকুক না কেন সেসবকে তুচ্ছ করে তাইতো একজন ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে সাইকেলে করে পাড়ি দিলো।

জম্মু-কাশ্মীরে অবস্থানরত সিআরপিএফ জাওয়ানরাও প্রথমে তার কথা বিশ্বাস করেনি, ওই যুবক আরিফের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু পরে আরিফ তাদের সমস্ত সত্য ঘটনা খুলে বলে। অসুস্থ বাবাকে দেখতে মুম্বই থেকে জম্মু কাশ্মীর ছুটে এসেছে সে সাইকেল চালিয়ে! অবিশ্বাস্য হলেও সত্যি! এমন সন্তান এই যুগেও আছে! আর তার পরেই ভারতীয় জওয়ানরা আরিফের পাশে দাঁড়ায়।

দেশে লকডাউন চলাকালীন বাবা অসুস্থ এমন স্বপ্ন দেখেই ফোন করে আরিফ। আত্মীয়রা তাকে জানায় ব্রেন স্ট্রোকে তার বাবা অসুস্থ হয়ে পড়ে আছেন। ছেলে আরিফ তখন মুম্বইয়ে। সে সেখানে একটি হাউজিংয়ে নিরাপত্তারক্ষীর কাজ করা ছাড়াও ট্যাক্সি চালায়। বাবা অসুস্থ শুনে আর দেরি করেনি আরিফ। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে। ২১০০ কিলোমিটার পথ সাইকেলে করে পাড়ি দেয় সে।

আরিফের কথার সত্যতা যাচাই করার পর জ‌ওয়ানরা আরিফের বাবাকে হাসপাতালে পৌঁছে দেয় হেলিকপ্টারে করে। আজ বর্তমান প্রজন্মের কাছে বাবা-মা যেখানে বোঝা হয়ে দাঁড়াচ্ছে! ছাতার মতো এখানে ওখানে গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রমগুলি! প্রায়ই খবরের কাগজে উঠে আসছে হেডলাইন- বৃদ্ধ বাবা-মা অত্যাচারিত হচ্ছে সন্তানের হাতে। সেখানে আরিফের মত সন্তান একটি রত্ন বলা চলে। এমন রত্ন প্রত্যেকটি বাবা মা আশা করেন। বাবার প্রতি আরিফের এই ভক্তি-শ্রদ্ধা সত্যি অতুলনীয়।