‘সরকারি চাকুরে পাত্রী চাই’, ভরা বাজারে আজব পোস্টার হাতে ভাইরাল যুবক

নিজস্ব প্রতিবেদন : এখনো সম্বন্ধ করে বিয়ে হলে প্রথমেই বেশিরভাগ বাবা মা ছেলে সরকারি চাকরি করে কিনা সেটা দেখেন। অনেক বাবা মা সরকারি চাকুরে ছাড়া বিয়ে দেবেন না, এমন পণ করেও বসে থাকেন। আর সেই চাহিদা অনুযায়ী বিজ্ঞাপনও দেন বিয়ের জন্য। এবার সরকারি চাকরি (Govt. Service) করে এমন পাত্রী চাই আর যৌতুক দিতে রাজি আছি, এই কথা পোস্টারে লিখে রাস্তায় বের হলো এক যুবক।

বর্তমান যুগেও ভারতবর্ষে ভালো চাকরি বলতে সরকারি চাকুরিকেই (Govt. Service) বোঝে অনেকে। আর সরকারি চাকরি করা পাত্রদের অ্যারেঞ্জ ম্যারেজের বাজারে বিশেষ যোগ্যতা সম্পন্ন বলেও মনে করা হয়। কিন্তু এবার দেখা গেলো উলটপুরাণ, যেখানে সরকারি চাকুরে পাত্রীর খোঁজ করছে পাত্র, যে ঘটনা ভারত বর্ষে খুব কমই দেখা যায়।

সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় এক ব্যক্তি এমন কাজই করলেন। আর তার সেই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল। আর তার সরকারি চাকুরে (Govt. Service) পাত্রী খোঁজার কায়দাটিও বেশ মনে ধরেছে সোশ্যাল মিডিয়া বাসীদের।

জানা গেছে, ওই যুবকের নাম বিকাশ মালব্য। তিনি ছিন্দওয়ারার চর পাঠক এলাকার বাসিন্দা। সম্প্রতি সেই এলাকার ফাউন্টেন চক বাজারের মাঝখানে তিনি অদ্ভুত পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন। যাতে তিনি তার কাঙ্খিত পাত্রীর সম্পর্কে লিখে রেখেছিলেন। আর তারপর পোস্টার-সহ মালব্যর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়। সরকারি চাকরি (Govt. Service) করা পাত্রী খোঁজার জন্য সে এত বেপরোয়া কেন তার কারণটিও যদিও জানা যায়নি।

তবে তার ভিডিয়োতে অনেকেই নানা মন্তব্য করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, শুধু যৌতুক দিলেই হবে না, স্ত্রীর জন্য আপনাকে টিফিনও তৈরি করে দিতে হবে। অন্য একজন বলেন, বেশ মজার চেষ্টা করছেন লোকটি, তবে হাসির ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করে মজা করা ঠিক নয়। এটা সমাজের খুবই গুরুতর সমস্যা। এছাড়াও, আরেকজন বলেন, এমন ঘটনা আগে দেখিনি। বিষয়টি ভালো, তা বলে রাস্তার মাঝে এভাবে দাঁড়ানো ঠিক নয়।