৩০ কোটি টাকা আত্মসাৎ, বোলপুরে নতুন চিটফান্ডের হদিস

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের বোলপুরের মত শহর থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ। এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে চিটফান্ডের হাত ধরেই। বারংবার চিটফান্ডের হাত ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ হওয়ার ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। এবার এই তালিকায় নতুন করে নাম লেখালো বোলপুরের এই সংস্থা।

বোলপুরে নতুন করে যে চিটফান্ড সংস্থার পর্দা ফাঁস হয়েছে সেই চিটফান্ড সংস্থা ৩০ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এই বিপুল পরিমাণ টাকা বোলপুরের প্রায় দেড়শ জনের বেশি যুবক যুবতীদের কাছে নেওয়া হয়েছে। সেই টাকা নেওয়া হয় শেয়ার মার্কেটে খাটানোর নাম করে। এরপর ওই সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করে বলে অভিযোগ।

বোলপুরের এমন চিটফান্ড সংস্থার কর্ণধার হলেন শুভ্রায়ন শীল। তিনি যে সংস্থা খুলেছিলেন তার নাম এসএস কন্সালটেন্সি। সংস্থা এবং সংস্থার কর্ণধার শুভ্রায়ণ শীল শেয়ার মার্কেটে টাকা খাটানোর নাম করে বিভিন্ন জনের থেকে লাখ লাখ টাকা তোলেন। সেই টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি।

তবে দীর্ঘদিন ধরে গা ঢাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে যারা ওই সংস্থায় টাকা দিয়েছিলেন তারা বোলপুর থানায় ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সংস্থার কর্ণধারকে আটক করে বোলপুর থানার পুলিশ। প্রায় তিন মাস পর সংস্থার কর্ণধারকে আটক করা সম্ভব হয়।

ওই সংস্থার কর্ণধার এলাকার মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা নিতেন এবং মোটা অংকের টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখাতেন। প্রথম দিকে তিনি কথামতো মোটা অংকের টাকাও ফেরত দেন। কিন্তু এরপরই হঠাৎ টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেন। এরপরেই পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছায়।

বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রনীল শিল মাত্র এক বছরে দামি বাইক, চার চাকা গাড়ি ও দামি মোবাইল কিনা করে ফেলেছেন। প্রশ্ন উঠছে তাহলে কি চিটফান্ডের টাকা থেকেই তিনি এই সকল জিনিসপত্র করেছেন!