জঙ্গলের পাশের ডোবা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

গৌড় চক্রবর্তী : সাতদিন আগে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত ইসলামপুরের এক যুবক চিনপাইয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর হঠাৎ গতকাল রাত এগারোটা থেকে নিখোঁজ হয়ে যান। স্থানীয় বাসিন্দারা নিখোঁজ হওয়ার কথা জানতে পেরে খোঁজাখুঁজি করতে শুরু করেন। কিন্তু রাতে তার কোন হদিস পাওয়া যায়নি। এরপর সোমবার সকালে চিনপাই রেলস্টেশনের কাছে থাকা পরিত্যক্ত কারখানার পাশের জঙ্গলে একটি ডোবা থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ।

মৃত ওই যুবকের নাম শেখ ইমাম (৪০)। এলাকার বাসিন্দাদের দাবি, ওই যুবক চোখে কম দেখতেন, পাশাপাশি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। পাশাপাশি গ্রামবাসীদের এও বক্তব্য, ওই যুবকের সাথে কারোর কোন রকম ঝামেলা ছিল না। তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

যুবকের শ্বশুরবাড়ির সদস্যদের বক্তব্য, “ওর ভাই ৭ দিন আগে আমাদের গ্রামে ওকে দিয়ে যায়। তারপর গতকাল রাত এগারোটার সময় হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। আমরা তখন বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পারি বাড়িতে নেই তখন খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু রাতভর খোঁজাখুঁজির পরেও কোন রকম খোঁজ পাওয়া যায়নি তার।এরপর সকাল বেলায় যখন জঙ্গলের ওদিকে খুঁজতে যাই তখন একটা মেয়ে আমাদের বলে দেখো ওই ডোবার কাছে একজন পড়ে রয়েছে।”

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ। তারা ওই ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। আর ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে সদাইপুর থানার পুলিশ।