‘বাইক নিয়ে বেশি ফটরফটর’, স্টান্ট দেখাতে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন যুবক

নিজস্ব প্রতিবেদন : রুপালি পর্দার স্টান্ট বাস্তব জীবনে করার চেষ্টা প্রথম তা নয়। এমনকি সেই সকল চেষ্টা করার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ঘটনাও প্রথম নয়। এমন একাধিক উদাহরণ রয়েছে, যেখানে লক্ষ্য করা যায় রুপালি পর্দার এই সকল স্টান্টকে বাস্তব জীবনে রূপান্তরিত করার সময় এমন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

কিন্তু তা সত্ত্বেও সচেতনতার অভাবে প্রায়সই এমন রুপালি পর্দার স্ট্যান্টকে বাস্তব জীবনে রূপান্তরিত করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও চোখে আঙ্গুল দিয়ে জানান দিচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন জনৈক আইপিএস অফিসার রূপিন শর্মা। তিনি এই ভিডিও আপলোড করার পাশাপাশি পুনরায় এমন উঠতি যুবক যুবতীদের সতর্ক সতর্ক করেছেন ‘এমনটা না করার জন্য’।

আইপিএস অফিসার রুপিন শর্মা যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে, এক যুবক ব্যস্ত একটি রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ স্টান্ট দেখাতে শুরু করে। বাইকের সামনের চাকা তুলে সে এগিয়ে যেতে থাকে রাস্তায়। সেই ঘটনার মুহূর্ত তার পিছনে থাকা একটি চারচাকা গাড়ি থেকে ক্যামেরাবন্দি করা হয়।

ওই যুবক মোটরবাইকে স্টান্ট শুরু করার পর কিছুটা পথ ছন্দ মত এগিয়ে গেলেও কিছু পরেই ছন্দপতন ঘটে। ব্যস্ততম রাস্তায় দ্রুতগতিতে এমন স্টান্ট দেখানোর সময় ব্যালেন্স রাখতে না পেরে পথচলতি একটি গাড়িতে ধাক্কা মারে সে। আর এর পরেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। যদিও এই দুর্ঘটনার পর ওই যুবক কি অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। তবে এই ধরনের স্টান্ট কতটা ঝুঁকির মধ্যে জীবনকে ফেলে দিতে পারে তা বোঝাতেই আইপিএস অফিসার ভিডিওটি সোশ্যাল মাধ্যমে আপলোড করেছেন।

অন্যদিকে এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আপলোড হওয়ার পর নেটিজেনদের মধ্যে নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে। নেটিজেনরা এমন স্টান্ট দেখানোদের একহাত নিতে ছাড়েননি। তাদের অনেকের মন্তব্য, ‘অনেকেই ভেবে থাকেন, এটা শিখে গেছি, ওটা শিখে গেছি। তারপর তা করতে গিয়ে যেমন নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন ঠিক তেমনি অন্যান্য পথচলতি মানুষদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়।’ আবার কেউ কেউ এক হাত নিয়ে লিখেছেন, ‘বাইক নিয়ে বেশি ফটরফটর করলে যা হয় আর কি!’