বিয়ে বাড়িতে থুতু দিয়ে রুটি বানিয়ে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিবেদন : চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। আর সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন এক যুবক। বিয়ে বাড়িতে রুটি বানানোর সময় থুতু দিয়ে রুটি বানিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন ওই যুবক। আর তার এমন জঘন্য কাজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছিঃ ছিঃ শুরু হয়েছে। পাশাপাশি ঘটনা জানাজানি হতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। আর সেই ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দী করে সোশ্যাল নাগরিকরা টুইটারে ছাড়তেই বিপুল পরিমাণে ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল নাগরিকদের প্রতিবাদে শেষমেষ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। যুবকের নাম জানা গিয়েছে নৌশাদ। আর ওই যুবককে গ্রেপ্তার করার পর মিরাট পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা দায়ের করেছে।

ভিডিওটি গত ১৯ ফেব্রুয়ারি থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর সেই ভিডিও এবং পুলিশ সূত্রে জানা যায়, মিরাটের অ্যারোমা হোটেলে একটি বিয়ের আসর বসেছিল। যে বিয়েতে তন্দুরি রুটি তৈরি করার দায়িত্ব ছিল নৌশাদ নামের ওই যুবকের। আর সেই তন্দুরি রুটি তৈরি করার সময় ওই যুবক রুটি বেলার পর তার উপর থুতু দিয়ে তারপর সেটা তাওয়াতে দিচ্ছিল।

[aaroporuntag]
এমনিতেই এই কাজ জঘন্য এবং অস্বাস্থ্যকর। তার উপর এমন করোনাকালে! আর এই ঘটনা সামনাসামনি হতেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করলে ওই যুবক নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলে দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।