গলায় খাবার আটকে যাওয়া ক্ষুদের প্রাণ বাঁচালেন জোম্যাটো কর্মী, কুর্নিশ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : ব্যস্ততম জীবনে আমরা সকলেই নিজেদের ক্যারিয়ার নিয়ে তৎপর। পেশাগত সফলতা বলুন বা নিজেকে সকলের কাছে জাহির করার ক্ষেত্রে ব্যস্ততম সময়ে আমরা ভুলে যাই নিজেদের দায় দায়িত্বের কথা। নিজের কথা ভাবতে আমরা গিয়ে স্বার্থপর হয়ে পড়েছি দিনের পর দিন। আর এমত সময়ে নিজের চাকরি খোয়ানোকে উপেক্ষা করে এক ক্ষুদে শিশুর প্রাণ বাঁচিয়ে মানবিক নাগরিকত্বের দায়িত্ব পালন করলেন এক জোম্যাটো কর্মী। আর তাঁর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।

গত ১৫ ই নভেম্বর জোম্যাটোর ডেলিভারি এক্সিকিউটিভ রবি ধাওকরে মুম্বাইয়ের ভীমানগরের এক ক্রেতার বাড়িতে খাবার পৌঁছাতে যাচ্ছিলেন। সে সময় তিনি দেখতে পান রাস্তায় এক অসহায় ব্যক্তি তাঁর কন্যাসন্তানকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ব্যক্তির অসহায় মুখ দেখে রবি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। তড়িঘড়ি সময় নষ্ট না করে তিনি এগিয়ে যান ওই ব্যক্তির কাছে। জানতে পারেন ঘটনার কথা।

বছর ৩৮ এর দেবেন্দ্র নামে এক ব্যক্তি বেড়াতে এসেছিলেন নাসিকে। ওই ব্যক্তির কোলের কন্যাসন্তানকে খাবার খাওয়াতে গিয়ে সেই খাবার আটকে যায় শ্বাসনালীতে। সাত মাসের ছোট্ট শিশু কন্যার গলায় খাবার আটকে যাওয়া শুরু হয় শ্বাসকষ্ট। তাড়াতাড়ি ওই ব্যক্তি খোঁজখবর নেন এদিক ওদিক, জানতে পারেন কিছুটা দূরে রয়েছে একটি হাসপাতাল। কিন্তু হাসপাতাল পৌঁছানোর জন্য অপরিচিত জায়গায় কাউকে না পেয়ে অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়েছিলেন।

আর একথা শোনার পর এক মুহূর্ত সময় নষ্ট করেন নি রবি। তড়িঘড়ি ওই ব্যক্তি ও তাঁর শিশুকন্যাকে বাইকে চাপিয়ে পৌঁছে দেন হাসপাতালে। ইতিমধ্যে খাবার অর্ডার করা গ্রাহকের ফোন আসতে থাকে। প্রশ্ন করা হয় কেন খাবার পৌঁছাতে দেরি হচ্ছে। রবি তখন স্পষ্ট জানিয়ে দেন খাবার পৌঁছাতে দেরি হওয়ার কারণ। ঘটনার কথা শুনে গ্রাহক ও তাঁর অবস্থান বদলায়। রবিকে জানাই চিকিৎসার পর খাবার এলেও কোন অসুবিধা নেই।

অলিগলিতে খাবার ডেলিভারি দেওয়ার কাজে নিযুক্ত রবির কাছে এলাকার ছোটখাটো গলিও খুব পরিচিত। তাই খুব অল্পসময়ের মধ্যেই তাদেরকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। চিকিৎসার পর ওই ছোট্ট শিশুটি সুস্থ হয়ে ওঠে। রবির এই মানবিকতা দেখে অবাক জোম্যাটোর প্রতিষ্ঠাতা দিপিন্দর গোয়েলও। রবির এহেন কাজের প্রশংসা করে তিনি একটি ট্যুইট করেছেন। আর তারপর থেকেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়াতে থাকে রবি ধাওকারে।