আর যেতে হবে না অফিসে, আধার-DL-PAN সবের আপডেট হবে অটোমেটিক্যালি

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে যে সকল নথি গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হয় তার মধ্যে রয়েছে আধার কার্ড (Aadhaar), ভোটার কার্ড (Voter Card), প্যান কার্ড (PAN Card), রেশন কার্ড (Ration Card) ইত্যাদি। এই সকল নথি যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেই রকমই এইগুলিকে সবসময় আপডেট রাখাও গুরুত্বপূর্ণ। এসবের কথা মাথায় রেখে ভারত সরকারের তরফ থেকে নতুন একটি ব্যবস্থা আনা হচ্ছে, আর সেই ব্যবস্থার মাধ্যমে অটোমেটিক্যালি এই সকল নথির সমস্ত তথ্য আপডেট হয়ে যাবে।

ভারত সরকারের তরফ থেকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে এই সকল সমস্ত গুরুত্বপূর্ণ নথি অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় তার জন্য একটি ব্যবস্থা আনার কথা জানানো হয়েছে। যদিও নতুন এই ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা চলছে এবং নতুন ব্যবস্থা চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে।

ভারত সরকারের তরফ থেকে নতুন যে ব্যবস্থা আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হলে নাগরিকদের গুরুত্বপূর্ণ নথির ছবি, ঠিকানা ইত্যাদি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আর এর জন্য নাগরিকদের নির্দিষ্ট দফতরগুলির অফিস বা মন্ত্রকে যোগাযোগ করার দরকার হবে না। অটো আপডেটের এই প্রক্রিয়ায় যেকোনো সময় যেকোনো জায়গা থেকে সম্ভব হবে আধার কার্ডের মাধ্যমে।

এমনিতে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনে নাগরিকরা নিজে থেকে করতে পারলেও মোবাইল নম্বর অথবা জন্মতারিখ, লিঙ্গ, ইমেইল আইডি ইত্যাদি পরিবর্তন করার জন্য অফলাইন সেন্টারের দ্বারস্থ হতে হয়। যে কারণে আধারের ঠিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য নথির ঠিকানা পরিবর্তন যাতে করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

এই প্রক্রিয়া খুব সহজেই হবে যারা নিজেদের গুরুত্বপূর্ণ নথি DigiLocker-এ স্টোর করে রাখেন। এক্ষেত্রে একটি ডিজি লকারে স্টোর থাকা বিভিন্ন নথি এবং তাদের তথ্য অটোমেটিক্যালি পরিবর্তিত হয়ে যাবে যখন আধার কার্ডের কোন নথি পরিবর্তন করা হবে। তবে অবশ্যই নথি পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকদের সম্মতি দিতে হবে।