করোনা আবহে মাঠে নেমেই ২৪ বলে ৬১, দুর্দান্ত পারফরম্যান্স ডিভিলিয়ার্সের

নিজস্ব প্রতিবেদন : করোনা প্রকোপে দীর্ঘদিন ধরে বন্ধ বাইশ গজের লড়াই। দীর্ঘদিন ক্রিকেট তারকার বাইশ গজের বাইরে থাকার পর প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের। এরপর আবার গতকাল সলিডারিটি কাপে দীর্ঘদিন পর ব্যাট হাতে নামেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। আর মাঠে নেমেই তিনি আবার তার জাত চিনিয়ে দিলেন। শনিবার তাকে দেখা গেল চেনা সেই দুর্দান্ত ফর্মে। আর তার দুর্দান্ত পারফরম্যান্সের জেরে তার দল সলিডারিটি কাপে জয়লাভ করলো।

বর্তমান করোনা আবহে ভিন্ন স্বাদের ক্রিকেট উপহার দিতে দক্ষিণ আফ্রিকার তরফ থেকে একটি ভিন্ন ধরনের ম্যাচের আয়োজন করা হয়েছিল। যে ম্যাচে একসাথে তিনটি দল নিজেদের মুখোমুখি হয়। আর এই তিন দলের মধ্যে ইগলসের জার্সি পরে ২৫ বলে দুর্দান্ত ৬১ রান করেন ডিভিলিয়ার্স। আর এদিনের ম্যাচে এ বি ডিভিলিয়ার্সের সাথে তালে তাল মিলিয়ে ৩৩ বলে ৭০ রান করেন এইডেন মারক্রম।

শনিবারের এই ম্যাচে অংশগ্রহণকারী দলগুলি হল ইগলস, কাইটস এবং কিংফিশার। এক একটি দল ১২ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। কিংফিশার ১২ অফারে পাঁচ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। কাইটসরা ১২ ওভারে সংগ্রহ করে তিন উইকেট হারিয়ে ১৩৮। আর ইগলসের সংগ্ৰহ ১২ ওভারে ৪ উইকেটে ১৬০ রান। তারাই এই ম্যাচে জয়ী হয়ে সোনা পায়।

ব্যাটিংয়ের ক্ষেত্রে এই ম্যাচে এক একটি দল ১২ ওভার করে ব্যাট করার সুযোগ পাওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ের ক্ষেত্রেও ছিল নিয়মে পরিবর্তন। ফিল্ডিংয়ের ক্ষেত্রে গোটা মাঠকে ৬ টি জোনে ভাগ করে মাঠে কেবল মাত্র ৬ জন ফিল্ডারের ফিল্ডিং করার অনুমতি ছিল। বোলিংয়ের ক্ষেত্রে এক একজন বোলারকে সর্বাধিক ৩ ওভার বল করার অনুমতি দেওয়া হয়। নতুন ধরনের এই ম্যাচ দর্শকদের মন কাড়ে, করোনা আবহে তারা আলাদা স্বাদ অনুভব করেন।