‘পচা জিনিস’, তৃণমূলের স্লোগান ‘বাংলার নিজের মেয়েকেই চায়’ প্রসঙ্গে আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদন : ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’, আর এসবের পর এবার ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান ‘বাংলার নিজের মেয়েকেই চায়’। আর এই নতুন স্লোগান প্রসঙ্গে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের মুখ থেকে শোনা গেল তীব্র কটাক্ষ। তার কথায় ‘পচা জিনিস’। আর সেই পচা জিনিস সেল করতে পারছেন না বলেই বারবার নাম বদলাচ্ছেন।

শনিবার বোলপুরে এসে কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “বারংবার তাদের স্লোগান ফেলিওর হচ্ছে। তাই কি করবে। একবার বললেও বাংলার গর্ব। সেটাতো বাংলার গর্ত হয়ে গেছে। একবার বললেও দুয়ারে সরকার। সেটাও ফেলিওর হয়ে গেছে। পচা জিনিসকে হকার যতই নামই দেক না কেন, ওই পচা জিনিসটা তো পচাই থেকে যাবে। করলাকে যদি বিভিন্ন নামে ডাকা হয়, তাহলে কি করলা মিষ্টি হয়ে যাবে?”

এর পাশাপাশি আব্দুল মান্নান দাবি করেন, “এবছর সরকার বদলাবেই। আর এই সরকার বদলানো নিয়ে তিনি নিশ্চিত হয়ে গেছেন এবং তার মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। এবছর বাম কংগ্রেস এবং আইএসএফ জোট সরকার গড়বে।” তবে শুধু মমতা ব্যানার্জি নয়, কেন্দ্র সরকারও আতঙ্কিত হয়েছে পড়েছে বলে তিনি দাবি করেছেন।

অন্যদিকে তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “বাংলায় নিজের মেয়ে বলছে, তা বাংলা তো নিজের মেয়েকে দেখেছে।” নারীদের নিরাপত্তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রসঙ্গ তুলেছেন কামদুনি থেকে পার্ক স্ট্রিটের। আব্দুল মান্নানের দাবি, “স্লোগান কাজ করছে না বলেই নতুন নতুন স্লোগান দিচ্ছেন। আগামীকাল আবার একটি নতুন স্লোগান দেবেন।”

[aaroporuntag]
অন্যদিকে মিমের সাথে বাম, কংগ্রেস এবং আইএসএফ-এর জোট নিয়ে যে জল্পনা চলছিল দিন কয়েক ধরে, সেই জল্পনার ইতি টানতে দেখা গেল এদিন আব্দুল মান্নানকে। আব্দুল মান্নান স্পষ্ট জানিয়ে দেন, “মিম হল বিজেপির বি টিম এবং একটি সাম্প্রদায়িক দল। মিমের মধ্যে সেকুলারিজমের কোনরকম উদাহরণ নেই। তাই একটি সাম্প্রদায়িক দলকে রুখে দিতে আরেকটি সম্প্রদায়িক দলের সাথে কখনই হাত ধরবো না।”