গোপন ব্যালট বক্স নিয়ে সংশয়! নব জোয়ারের ভোট দেওয়া যাবে এই নম্বরেও

নিজস্ব প্রতিবেদন : সামনেই পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত ভোটে স্বচ্ছতা এবং স্বচ্ছ প্রার্থী খুঁজে নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নতুন এক পন্থা নিয়েছেন। রাজ্যজুড়ে তিনি ৬০ দিনের জন্য বিভিন্ন জায়গায় বসে করে ঘুরে বেড়াবেন এবং তাবু খাটিয়ে রাত্রি যাপন করবেন। ৬০ দিন বাড়িঘর ছেড়ে চলবে তার এই কর্মসূচি।

ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার অন্তর্গত সাহেবগঞ্জের জনসভায়। কর্মসূচি শুরু হওয়ার আগে এবং পরে একাধিক জায়গায় তাকে ছুটে যেতে দেখা গিয়েছে। তবে কর্মসূচি শুরুর দিনেই তাল কেটেছে। একাধিক জায়গায় ব্যালট বক্স ছিনতাই থেকে ভাঙচুরের মতো ঘটনা সামনে এসেছে।

এই পরিস্থিতিতে যারা স্বচ্ছ প্রার্থী বেছে নেওয়ার জন্য গোপন ব্যালট বক্সে ভোট দিচ্ছেন তাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে আদৌ তাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছাবে কিনা তা নিয়ে। এইরকম সংশয় যদি কারো থেকে থাকে তাহলে তিনি ব্যালট বক্স ছাড়াও একটি নম্বরে ফোন করেও নিজের পছন্দের প্রার্থীর কথা জানাতে পারবেন।

এই ঘটনা নিয়ে অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, যারা গায়ের জোরে ব্যালট বক্স ভেঙ্গে নিজেদের পছন্দের প্রার্থীর নাম বসাবেন ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি মনে রাখবেন। অভিষেক ব্যানার্জীর এই মন্তব্যের পরই দেখা যায় গোপন ব্যালট বক্সে ভোট দেওয়ার ক্ষেত্রে শান্তি ফিরে আসে অন্যান্য জায়গায়।

তবে এরপরেও যদি কেউ ফোন করে নিজের পছন্দের প্রার্থীর নাম জানাতে চান তাহলে তাকে কল করতে হবে 7887778877 নম্বরে। এই নম্বরে কল করার সময় অবশ্যই নিজের গ্রামের নাম এবং বুথের নাম জানাতে হবে। নম্বরে ফোন করা অথবা প্রার্থীর নাম বাছাই করার ক্ষেত্রে ফোন করা ব্যক্তির সমস্ত তথ্য গোপন থাকবে বলে দাবি করা হচ্ছে।