রাজকীয় তাবু থেকে লাক্সারি বাস! অভিষেকের নব জোয়ারের খরচ শুনলে ভিমড়ি খাবেন

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ডো অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) শুরু করেছেন নব জোয়ার (Trinamoole Nabo Jowar)। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষদের পছন্দমত প্রার্থী বেছে নেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এই কর্মসূচি চলাকালীন ইতিমধ্যেই চরম বিসৃঙ্খলা দেখা যাচ্ছে। ব্যালট বক্স ভেঙ্গে দেওয়ার মত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

এর পাশাপাশি এই কর্মসূচির জন্য রয়েছে রাজকীয় তাবু এবং লাক্সারি বাস। যে লাক্সারি বাসে অভিষেক ব্যানার্জি যাত্রা করবেন এবং তাবুতে রাত কাটাবেন। তাবুতে রাত কাটানোর ট্রেন্ড এখন বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। তাবুতে কাটানোর জন্য পর্যটকদের বিভিন্ন জায়গায় যেতে দেখা যায়। এর জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আর সেই সকল প্যাকেজের সঙ্গে তুলনা করে বিরোধীদের তরফ থেকে একাধিক নেতা কটাক্ষ করতে ছাড়ছেন না। তবে প্রশ্ন হল এই রাজকীয় তাঁবুর পিছনে খরচ কত?

অভিষেক ব্যানার্জীর নব জোয়ার কর্মসূচির জন্য ইতিমধ্যেই দিনহাটার বামনহাটে ১৪টি তাবু করা হয়েছিল। মাথাভাঙায় ১০০টি তাবু, তুফানগঞ্জে ৬৮টি তাবু, আলিপুরদুয়ারের বীরপাড়ায় ১১০টি তাঁবু। এই সকল তাবুতে ক্যাটাগরি অনুযায়ী ফ্যান, এসি, খাট, কুলার সবই রয়েছে। এমনকি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ভিন রাজ্যের সংস্থা এই সকল তাবু তৈরীর দায়িত্বে রয়েছে।

এই সকল সমস্ত তাবুর খরচ হিসাবে একটি সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যায়, দুটি জেলার তাবু ভাড়া করতেই খরচ হয়েছে ৭৩ লক্ষ টাকা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অভিষেক ব্যানার্জি যে বাসটিতে চড়ে জনসংযোগ যাত্রায় করছেন সেই বাসটি ফাইভ স্টার হোটেল তাজ হোটেলকেও হার মানাবে। তার আরও দাবি, এই সকল তাবুর পিছনে ৭৩ থেকে ৯২ লক্ষ টাকা খরচ হচ্ছে।

অন্যদিকে অভিষেকের নব জোয়ারে খরচ কত সেই প্রাসঙ্গিকতা ছেড়ে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে। যদিও নব জোয়ারের প্রথম দিনেই ধাক্কা খেতে হয় তৃণমূলকে। সিতাই থেকে মাথাভাঙ্গা, সব জায়গায় বাঁধে অশান্তি, লুট হয় দলের ব্যালট বক্স।