Jio-র কলচার্জ বাড়া নিয়ে ললিপপের তুলনা টেনে মোদিকে বিঁধলেন কংগ্রেস নেতার

নিজস্ব প্রতিবেদন : IUC কলিং নিয়ে জিও নতুন নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকায় বলা হয়েছে ১০ই অক্টোবর থেকে জিও গ্রাহকদের এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার অন্য নেটওয়ার্কে কল করতে গেলে মিনিটে ৬ পয়সা করে গুনতে হবে। যদিও নিজস্ব নেটওয়ার্কে কল করার জন্য প্যাক ছাড়া আলাদা করে টাকা গুনতে হবে না।

একসময় মুকেশ আম্বানির রিলাইন্স জিও সংস্থা দেশবাসীকে জানিয়েছিল আনলিমিটেড কল, ডেটা ও এসএমএস দেওয়ার কথা একই রিচার্জে। কিন্তু সেই কথা রাখতে পারেনি আম্বানির সংস্থা বলে দাবি আমজনতার। আর এহেন মুহূর্তেই জিও-র কল চার্জ ধার্য করাকে নিয়ে মোদী সরকারকে টেনে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর কটাক্ষ, ‘মোদী সরকারের সঙ্গে জিও-র মিল রয়েছে।’

ওই কংগ্রেস নেতা তাঁর টুইটার হ্যান্ডেলের পোস্ট করেছেন, “গ্রাহকদের কাছ থেকে কলচার্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিও। মনে রাখা দরকার, ললিপপ যত বড়ই দেওয়া হোক না কেন, কিন্তু শেষে বিনামূল্যের মধ্যাহ্নভোজন পাওয়া যাবে না। মোদী সরকারের সঙ্গে এই পরিস্থিতির মিল রয়েছে।”

রিলায়েন্স জিও সংস্থা একটি বিবৃতিতে এও জানিয়েছে, ট্রাইকে IUC প্রত্যাহারের জন্য আর্জি জানিয়েছে জিও। আশা করা যায় এই চার্জ আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে উঠে যাবে। এছাড়াও তারা আরও জানিয়েছে, ৯ অক্টোবরের আগে যারা রিচার্জ করেছেন তাদের কোন টপ আপ ভরার দরকার নেই।