প্যাচপ্যাচে গরমে কষ্ট করে যাওয়ার দিন শেষ! বাংলার এই রুটে আসছে এসি লোকাল

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এক্সপ্রেস, মেল অথবা প্যাসেঞ্জার ট্রেন যেমন যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ঠিক সেই রকমই বিশেষ ভূমিকা পালন করে লোকাল ট্রেন (Local Train)। এবার এই লোকাল ট্রেনের ক্ষেত্রেই বাংলার বুকে যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করল পূর্ব রেল (Eastern Railway)।

লোকাল ট্রেনে অফিস কাছারির কর্মচারীরা ছাড়াও নিত্যযাত্রী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে থাকেন। তবে এই তীব্র গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয়। গরমে কষ্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয় রেল (Indian Railways) ইতিমধ্যেই মুম্বাইয়ে এসি লোকাল ট্রেন (AC Local Train) চালু করেছে। এবার সেই রকমই পশ্চিমবঙ্গেও এসি লোকাল ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হলো।

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী পূর্ব রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গে এসি লোকাল ট্রেন চালানোর জন্য আবেদন জানানো হয়েছে। যদিও পূর্ব রেলের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনরকম বিবৃতি পেশ করা হয়নি, আবার জল্পনা আরও বৃদ্ধি পাচ্ছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথায়। কারণ তিনি এই বিষয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন।

তবে বিভিন্ন মাধ্যমে যে জল্পনা ছড়িয়ে পড়েছে সেই জল্পনা থেকে জানা যাচ্ছে, পূর্ব রেল পরীক্ষামূলকভাবে একটি বা দুটি এসি লোকাল ট্রেন চালাতে পারে। কোন রুটে এই ট্রেন চলতে পারে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি অথবা রেলের তরফ থেকেও কোন কিছু জানানো হয়নি। যদিও হাওড়া বর্ধমান রুটে এসি লোকাল ট্রেন চলতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে সাধারণ লোকাল ট্রেনের পরিবর্তে যদি এসি লোকাল ট্রেন চালানো হয় অর্থাৎ এসি লোকাল রেক চলে তাহলে ভাড়া তুলনামূলক অনেক বেশি হবে। সেক্ষেত্রে বিভিন্ন রিপোর্ট দাবি করছে, রেল এমন পদক্ষেপ নেওয়ার আগে সমীক্ষা করবে এবং সেই সমীক্ষার ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।