AC Local Train: গরম থেকে নিস্তার, পশ্চিমবঙ্গের এই রুটে AC লোকাল চালানোর ভাবনা রেলের

No more suffering in train in summer, AC local trains are going to be started: নিত্য ট্রেনযাত্রীদের জন্য রয়েছে সুখবর। আরামদায়ক ট্রেন ভ্রমণ উপভোগ করতে পারবে নিত্য ট্রেনযাত্রীরা। খুব শীঘ্রই সেরকমই ব্যবস্থা চালু করতে চলেছে পূর্ব রেল। খবর আসছে মুম্বই শহরের মতো পশ্চিমবঙ্গেও লোকাল ট্রেনে চালু হতে পারে এসি (AC Local Train)। শোনা যাচ্ছে শহরতলীর সেকশন গুলিতে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করার চেষ্টা করছে পূর্ব রেলওয়ে। ভারতীয় রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কাছে এই প্রস্তাব করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজের সূত্রে কম খরচে সাধারণ মানুষের ট্রেনের উপর নির্ভরশীল হতে হয়। শীত, গ্রীষ্ম,বর্ষা যেকোনো সময়ের যে কোনো পরিস্থিতিতেই মানুষ এই ট্রেনের উপরই নির্ভরশীল। তবে এক সাথে প্রচুর যাত্রীকে বহন করতে গিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে সেই ভাবে নজর দেওয়া হয় ওঠে না রেলের। তাছাড়া লোকাল ট্রেনের ক্ষেত্রে সাধারণ যাত্রীদের সুরক্ষা ও ভাড়ার বিষয়টিকেও মাথায় রাখতে হয়। তবে এবার নিত্য ট্রেনযাত্রীদের স্বস্তি দিতে এক বড় পদক্ষেপ নেওয়ার পথে রেল কর্তৃপক্ষ।

তবে এই পদক্ষেপের বিষয়ে পূর্ব রেলের ম্যানেজার অরুণ আরোরা বলেছেন, তারা এখানে একটি এসি লোকাল ট্রেনের (AC Local Train) জন্য অনুরোধ করেছেন। তবে ট্রেনটি কোনো রুটে চালানো হবে তা এখনো ঠিক করা হয়নি। সেটা নির্ধারণের জন্য একটি সার্ভে করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তবে ম্যানেজার অরুণ আরোরার ইঙ্গিতে জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে, হাওড়া-বর্ধমান রুটে চালু হতে পারে এই এসি লোকাল ট্রেন।

এই প্রসঙ্গে ম্যানেজার অরুন আরোরা পরোক্ষভাবে বলেছেন, বাংলায় এসি লোকাল ট্রেন অনুমোদন পেলে সেই এসি লোকাল ট্রেনটি (AC Local Train) প্রথম চালু করা হবে সম্ভবত হাওড়া বিভাগে। তার জন্য হাওড়া বিভাগের সব থেকে ভালো রুট হতে পারে হাওড়া-বর্ধমান রুটটি।

তবে পূর্ব রেল এই প্রস্তাবের যদি অনুমোদন পেয়ে থাকে তাহলে নিত্য ট্রেনযাত্রীদের জন্য এই সুবিধা আশীর্বাদ হিসেবে গণ্য করা হবে। কারণ কাজের সূত্রে হাজার হাজার মানুষ এই লোকাল ট্রেনের উপর নির্ভরশীল হয়ে থাকেন। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই এসি লোকাল ট্রেনের (AC Local Train) উদ্বোধনী তারিখ এবং ভাড়া সম্পর্কে। তবে অনুমোদন পেলে তা খুব শীঘ্রই জানা যাবে বলে আশা করা যাচ্ছে।