২ গন্ডারের গুন্ডামি! আছড়ে ফেলল পর্যটকদের গাড়ি, বিশ্বাস না করার মতোই

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় আলিপুরদুয়ারে পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। এখানকার সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হল জলদাপাড়া জাতীয় উদ্যান। তবে সেখানেই শনিবার ঘটে গেল একটি বড় দুর্ঘটনা। ২ গন্ডারের গুন্ডামিতে আহত হলেন ৭ জন পর্যটক।

জানা যাচ্ছে, ওই জাতীয় উদ্যানে শনিবার দুটি গন্ডার নিজেদের মধ্যে এলাকার দখলের জন্য লড়াইয়ে লিপ্ত হয়েছিল। সেই সময় পর্যটকদের দুটি গাড়ি ওই বনপথ দিয়ে যাচ্ছিল এবং পর্যটকরা জঙ্গল ও বন্যপ্রাণীদের আনন্দ উপভোগ করছিলেন। এরই মধ্যে হঠাৎ গন্ডার দুটিকে দেখে পর্যটকরা চিৎকার করতে শুরু করেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য।

গন্ডার দুটি পর্যটক বোঝায় সাফারি কারটিকে দেখে সমস্ত রোষ তাদের উপর ফেলতে শুরু করে আর ওই গাড়িটির দিকে তাড়া করে আসে। পর্যটক বোঝায় গাড়িটি পিছন দিকে যেতে শুরু করে আর সেই সময়ই জঙ্গলের পাশে থাকা খালে গাড়িটি পড়ে যায়। একদিকে গন্ডারের ধাক্কা আর অন্যদিকে খালের কারণে গাড়িটি উল্টে যাওয়ার পর ৭ জন পর্যটক আহত হন।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি ওই গন্ডার দুটি জঙ্গলের দিকে চলে যায়। যদি ওই গন্ডারগুলি পুনরায় পর্যটকদের ওপর আক্রমণ হানত তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ঘটনার পর আহত পর্যটক এবং গাড়ির চালককে তাড়াতাড়ি মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি বলেই জানা যাচ্ছে।

এমন দুর্ঘটনার সময় যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে তার পিছনে থাকা গাড়ি থেকে বিষয়টি ক্যামেরাবন্দি করা হয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসার পরই ছাড়া পান। তবে এই দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের আলিপুর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।