ড্রাইভিং শিখতে গিয়ে গাড়ি নিয়ে সোজা তিলপাড়া জলাধারে

হিমাদ্রি মণ্ডল : ড্রাইভিং শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে ৩ বন্ধু। গাড়ি শুদ্ধ যাত্রীরা সোজা পড়ে যান বীরভূমের সিউড়ির নিকটবর্তী তিলপাড়া জলাধারে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। যদিও ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে এখনও গাড়িটিকে জলাধার থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গাড়ির সাথে থাকা যাত্রীদের থেকে জানা গিয়েছে, এদিন তারা পুরন্দরপুর থেকে একটি অলটো গাড়ি করে তিলপাড়া পিকনিক স্পটে বেড়াতে এসেছিলেন। সে সময় তাদের সাথে থাকা এক বন্ধু গাড়ি চালাবো বলে হাতে স্টিয়ারিং ধরে নেয়। কিন্তু ওই বন্ধু গাড়ি চালানো সম্পর্কে কোন ধারনাই ছিল না। এরকম অবস্থায় গাড়ি নিয়ে যাওয়ার সময় ভুলবশত ব্রেক দাবানোর পরিবর্তে এক্সেলেটর দাবিয়ে দেয়। তারপরেই ওই গাড়িটি ৪ জনকে নিয়ে সোজা পড়ে যায় তিলপাড়া জলাধারে।

ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারে নামেন। স্থানীয়দের তৎপরতায় ওই চার যুবক জলাধার থেকে উঠে আসেন। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং গাড়িটিকে উদ্ধার করার জন্য ক্রেন। যদিও শেষ খবর পাওয়া অবধি এখনও পর্যন্ত গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে ঘটনার পর থেকেই গাড়ি চালক পলাতক।

গাড়ির সাথে থাকা ইনজামাম-উল-হক নামে এক যুবক জানিয়েছেন, “আমাদের এক বন্ধু গাড়ি চালানোর সময় ভুল করে ব্রেকের পরিবর্তে এক্সিলেটর দাবিয়ে দিলে গাড়িটি তিলপাড়া জলাধারে নেমে যায়। গাড়ির গেট লক ছিল, তবে জানলা খোলা থাকায় কোনো রকমে জানলা দিয়ে আমরা বেরিয়ে এসেছি।”