শান্তিনিকেতনের মোলডাঙ্গার শিশু খুনে নয়া মোড়, ‘হাতে করে মেরেছি’ স্বীকারোক্তি রুবির

নিজস্ব প্রতিবেদন : চলতি সপ্তাহে রবিবার সকাল সাড়ে ৯টার সময় বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশু শুভম ঠাকুর। তার নিখোঁজ হওয়ার অন্ততপক্ষে ৫২ ঘণ্টা পর উদ্ধার হয় মৃতদেহ। মৃতদেহ পাওয়া যায় মঙ্গলবার দুপুর বেলা ওই শিশুর পাশের বাড়ির ছাউনি থেকে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের বাড়িতে এলাকার উত্তেজিত জনতারা ভাংচুর এবং অগ্নির সংযোগ করেন। এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। শেষমেষ ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এবং পরিস্থিতি সামাল দেন।

অন্যদিকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় রুবি বিবি এবং তার মা সুফিয়া বিবিকে। তাদের আদালতে পেশ করা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ যখন তদন্ত করছে সেই সময় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রুবি বিবির খুন করার স্বীকারোক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সেই ভাইরাল ভিডিও ঘিরে নয়া মোড় নিতে শুরু করেছে ঘটনার। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে রুবি বিবিকে স্বীকার করতে যে তিনি নিজের হাতে শুভম ঠাকুরকে খুন করেছেন। এর পাশাপাশি তিনি এই ভিডিওতে সন্দীপ নামে একজনের নাম করেছেন যিনি নাকি ওই শিশুটিকে আগলে রেখেছিলেন!

এই সন্দীপ বাউরী হলেন রুবি বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা হাবল বাউরির দাদা। সন্দীপ বাউরী এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন তাকে ফাঁসানোর জন্যই এই ধরনের মন্তব্য করেছে রুবি। পাশাপাশি তিনি দাবী করেছেন, যদি এই ঘটনার সঙ্গে তিনি ঘুণাক্ষরেও যুক্ত থাকেন তাহলে তিনি ফাঁসিতে যেতে রাজি। এর পাশাপাশি তিনি রুবি বিবির ফাঁসি চেয়েছেন।