তিনি কি এবার বিজেপিতে! মিঠুনের আরএসএস সদর দপ্তরে যাওয়া নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিবেদন : টলিউড বলিউডের অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কখনো দেখা গিয়েছে বাম নেতাদের পাশে, কখনও কংগ্রেস নেতাদের প্রচারে, তারপরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, আর বর্তমানে তাঁর আরএসএস সদর দপ্তরে পৌঁছানো নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা, তাহলে কি তিনি এবার বিজেপিতে!

বাংলা রাজনীতিতে নতুন এই জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের সদর দপ্তরে তাঁকে দেখতে পাওয়ার পর থেকেই। বাংলা সিনেমা ‘মহাগুরু’ বৃহস্পতিবার দুপুরে আচমকাই পৌঁছে যান আরএসসের ওই সদর দপ্তরে। তারপর সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাও জানান। দপ্তরে উপস্থিত কয়েকজন কার্যকর তাদের সাথে তিনি কথাবার্তা বলেন, এমনকি মিঠুন চক্রবর্তীর হাতে আরএসএস কার্যকর্তারা একটি ফটো ফ্রেমও তুলে দেন।

যদিও মিঠুন চক্রবর্তীর আরএসএস সদর দপ্তরে যাওয়া নিয়ে সংঘ অথবা মিঠুন চক্রবর্তীর তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। আর যাতেই জল্পনা আরও তুঙ্গে। প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ কেন আরএসএসের আঁতুড়ঘর যেতে গেলেন। দীর্ঘদিন ধরে বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছিল না। তাঁর শরীর অসুস্থ বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার আরএসএস সদর দপ্তরে দেখা মেলার আগে মাস কয়েক আগে তার দেখা মিলেছিল বীরভূমের তারাপীঠ মন্দিরে। যেখানে তাকিয়ে দেখা গিয়েছিল কাউকে কিছু না জানিয়েই তারা মায়ের পূজো দিতে আসতে।

সারদাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর মিঠুন চক্রবর্তী নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। পদত্যাগ করেন তৃণমূলের সাংসদ পদ থেকে। সারদাকাণ্ডে প্রতারণার অর্থ তিনি ফিরিয়ে দেন ইডি দপ্তরে। তবে সাংসদ পদ ছেড়ে দেওয়া নিয়ে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখান।