দেশের ৫ অভিনেত্রী মৃত্যুর পর পরিবারকে দিয়ে গিয়েছেন বিপুল অঙ্কের সম্পত্তি

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের আগেও বলিউডে অনেক প্রতিভা অঝোরে ঝরে গেছে। মানসিক অবসাদ অথবা ব্যক্তিগত কারণে শেষ হয়ে গেছেন অনেক তারকা। অনেকের মৃত্যু স্বাভাবিক আর অনেকেরই মৃত্যু রয়ে গেছে রহস্য জালে আবৃত হয়ে। কিন্তু এই সকল তারকারা মৃত্যুর আগে অবধি বিপুল পরিমাণ অর্থ রোজগার করেছেন। মৃত্যুর পরে বিপুল সেই সম্পত্তির মালিক হয়েছেন তাদের পরিবারের লোকজন। অকালে ঝরে যাওয়া এই সকল প্রতিভাবানদের বিপুল সম্পত্তির সেই পরিমাণ জানেন?

Advertisements

Advertisements

জিয়া খান : আমির খানের ‘গজনি’ ও অমিতাভ বচ্চনের সাথে ‘নিঃশব্দ’-র মত ছবিতে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর ২০১৩ সালের ৩রা জুন হঠাৎই জিয়ার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শোনা যায় আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই নাকি মৃত্যুর অন্যতম কারণ। তার মৃত্যুর পর তার পরিবারের লোক ১৫ কোটি টাকার সম্পত্তি পেয়েছিলেন। এই সম্পত্তি জিয়া রেখে গিয়েছিলেন।

Advertisements

দিব্যা ভারতী : বলিউডে খুব বেশি কাজ না করলেও এক বছরে তাঁর এক ডজন ছবির রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারে নি। শাহরুখ খানের সাথে তার ‘দিওয়ানা’ ছবি আজও মানুষের মনের মধ্যে রয়ে গেছে। মাত্র ১৯ বছর বয়সে ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। দিব্যাও প্রচুর সম্পত্তি রেখে গিয়েছেন। মৃত্যুর পর তার পরিবার প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তি পেয়েছিলেন।

সৌন্দর্য : সৌন্দর্য দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছিলেন। বলিউডে অনেকগুলি কাজের মধ্যে অমিতাভ বচ্চনের সাথে ‘সূর্যবংশম’ ছবিই মানুষ বেশি মনে রেখেছে। বিমান ক্র্যাশে মৃত্যু হয় এই নায়িকার, মৃত্যুর পর তার পরিবার প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি পেয়েছিলেন।

শ্রীদেবী : বলিউডের অন্যতম বিখ্যাত নায়িকা শ্রীদেবী। তার মৃত্যু আজও এক রহস্য। ২০১৮ সালের দুবাইয়ের সাত তারা হোটেলের বাথটব থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন আর তার ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় জলে ডুবে মৃত্যুর কথা।

বাথটবের জলে কেউ কীভাবে মারা যেতে পারেন তা নিয়ে আজও কানাঘুষো চলে। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন খুন। আজ অবধি এই রহস্যের কোনো মীমাংসা হয়নি। শ্রীদেবী তার পরিবারের জন্য প্রায় ২৪৭ কোটি টাকা রেখে গিয়েছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার এই বিপুল সম্পত্তির মালিক হয়েছিল।

রিমা লাগু : ছোটপর্দা থেকে বলিউডের জগতে পা রেখেছিলেন রিমা।তবে সর্বত্রই রিমা বিশেষভাবে পরিচিত তার অভিনয়ের পারদর্শিতার জন্য। রিমার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। রিমার মৃত্যুর সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০ কোটি টাকা।

Advertisements