কাঁটা দিয়ে কাঁটা তোলার বন্দোবস্ত করল আদানি, হিন্ডেনবার্গকে টাইট দিতে মোক্ষম চাল

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে আদানি গ্রুপ (Adani Group)। কেনই বা থাকবে না। এই আদানি গ্রুপ মাত্র কয়েক বছরের মধ্যে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করে তাতে তারা বিশ্বের প্রথম সারির ধনকুবের গ্রুপে তৈরি হয়। তবে এই ঊর্ধ্বমুখী গ্রাফ হঠাৎ ২০২৩ সালের শুরুতে থমকে যায়। থমকে যাওয়া বললে ভুল হবে, কারণ তরতরিয়ে পড়তে শুরু করে আদানির শেয়ার।

আগামীর সাম্রাজ্য মূলত এইভাবে টলে যায় হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্টে। এই রিপোর্ট ১০ দিনের মধ্যে আদানি সাম্রাজ্যকে টালমাটাল করে দেয়। আদানি গ্রুপের মার্কেট ক্যাপ কার্যত অর্ধেক হয়ে যায়। তবে কোণঠাসা হয়েও হার মানতে রাজি নন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। এবার তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার বন্দোবস্ত করলো।

আদানি গ্রুপ প্রথম থেকেই এই রিসার্চ রিপোর্টকে ভুয়ো বলে দাবি করা হচ্ছিল। এবার শুধু দাবি করা নয় পাশাপাশি তারা আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে। হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য এবার আদানি গ্রুপ বেছে নিল আমেরিকান ল ফার্ম ওয়াচটেলকে। আইনি লড়াইয়ের ক্ষেত্রে এই সংস্থা যেমন সুপ্রসিদ্ধ ঠিক সেই রকমই বিভিন্ন মামলায় জয় হাসিলের জন্য বিশ্বজুড়ে নাম রয়েছে সংস্থাটির।

সাফল্যের দিক দিয়ে এই মার্কিন সংস্থা ২০২২ সালেই বিশাল নাম অর্জন করেছিল। ৪৪ হাজার বিলিয়ন ডলারের টুইটারের সঙ্গে চুক্তি ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে এলন মাস্কের বিরুদ্ধে লড়াই করেছিল এই সংস্থা এবং সেই লড়াইয়ে ডেলাওয়্যার আদালতে চুক্তি সম্পূর্ণ করতে বাধ্য করা হয়।

১৯৬৫ সালে মাত্র কয়েকজন আইনজীবী একত্রিত হয়ে এই সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রথমদিকে এই সংস্থা কেবলমাত্র গ্রাহকদের আইনি পরামর্শ দেওয়ার কাজ করতো এবং পরবর্তীতে তাদের তরফ থেকে বিরাট ফার্ম তৈরি করা হয়। এরপর থেকে এই সংস্থা বড় বড় বিতর্কিত মামলা নড়তে শুরু করে এবং বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে।