হু হু করে পড়ছে শেয়ার, মাথায় হাত আদানির, হাজার হাজার কোটি টাকার ক্ষতি

হিন্ডেনবার্গ রিসার্চের ধাক্কায় আজও শেয়ার বাজারে লাভের জায়গায় লোকসানই অব্যাহত থাকল আদানি গ্রুপের। শুক্রবার বাজার খোলার পর প্রাথমিক ট্রেন্ডিংয়ে বম্বে স্টক এক্সচেঞ্জে ২০ শতাংশ শেয়ার কমে গেলো আদানি গ্রুপের।

নিচে রইলো শেয়ার বাজারে আজকের দিনে আদানি গ্রুপের ৭ টি সংস্থার শেয়ারের দামের তথ্য –

১) আদানি টোটাল গ্যাস: শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে ২০ শতাংশ কমে গেছে আদানি টোটাল গ্যাসের শেয়ার। যা ২০২০ সালের মার্চের মাঝামাঝি সময় থেকে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। আপাতত ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ২,৯৩৪.৫৫ টাকায় পরিণত হয়েছে।

২) আদানি ট্রান্সমিশন: প্রাথমিকভাবে বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম ১৯ শতাংশের বেশি পতনের মুখে পড়েছে। পরে যদিও কিছুটা উঠেছে। তবে সেটা খুবই সামান্য। বর্তমানে আদানি ট্রান্সমিশনের প্রতিটি শেয়ারের দাম ২,০৩৮.৯ টাকা। যা গত সেশনের ১৮.৮৩ শতাংশ। শেষ ৫২ সপ্তাহে আদানি ট্রান্সমিশনের প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১,৮১৫ টাকা।

৩) আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন: আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়ে সামান্য উত্থান হয়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম উঠে দাঁড়িয়েছে ৫৯৪.৯৫ টাকা। যদিও ১৬.৫৫ শতাংশ কম আছে এখন।

৪) আদানি পাওয়ার: আজ বিএসইতে আদানি পাওয়ার পাঁচ শতাংশ পতন হয়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম হয়েছে ২৪৮.০৫ টাকা।

৫) আদানি এন্টারপ্রাইজ: শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে ৮.৩ শতাংশ কমে গিয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম। আপাতত আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম হয়েছে ৩,১০৮.৬ টাকা।

৬) আদানি উইলমার: পাঁচ শতাংশ পতন হয়েছে আদানি উইলমারের আপাতত প্রতিটি শেয়ারের দাম এখন ৫১৭.৩ টাকা।

৭) আদানি গ্রিন এনার্জি: প্রায় ২০ শতাংশ পতনের মুখে পড়েছে আদানি গ্রিন এনার্জি। গত সেশনের থেকে ১৯.৯৭ শতাংশ কমে গেছে এই বার। এই বার প্রতিটি শেয়ারের দাম পরছে ১,৪৮৪.৯০ টাকা। আজই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। তখন প্রতিটি শেয়ারের দাম হয়েছিল ১,৪৮৪.৪ টাকা।