ডকুমেন্ট ছাড়াই Aadhaar-এ যোগ করা যাবে মোবাইল নম্বর, ঘোষণা UIDAI-এর

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বেড়েই চলেছে Aadhaar কার্ডের গুরুত্ব। আর এই গুরুত্ব বাড়ার সাথে সাথে Aadhaar-এর মোবাইল নম্বর সংযুক্ত থাকাটা খুব জরুরি হয়ে পড়েছে। তবে দেখা গিয়েছে, অধিকাংশ নাগরিকেরই Aadhaar-এর সাথে মোবাইল নম্বর সংযুক্ত নেই। এই কথা মাথায় রেখে এবার UIDAI-এর তরফ থেকে ঘোষণা করা হলো কোনরকম ডকুমেন্ট ছাড়াই যোগ করা যাবে Aadhaar-এর সাথে মোবাইল নম্বর।

UIDAI-এর তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, ‘Aadhaar-এর সাথে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। আর এই মোবাইল নম্বর সংযুক্ত করতে কোন রকম ডকুমেন্ট লাগবে না। কেবলমাত্র নিজের Aadhaar কার্ড অথবা Aadhaar নম্বর নিয়ে নিকটবর্তী Aadhaar কেন্দ্র গেলেই মোবাইল নম্বর সংযুক্ত করার আবেদন করা যেতে পারে।’

আপনার নিকটবর্তী Aadhaar কেন্দ্রও অনলাইনে সহজে খুঁজে নিতে পারেন। অনলাইনে নিকটবর্তী Aadhaar কেন্দ্র খুঁজে নেওয়ার পর সেই Aadhaar কেন্দ্রে গিয়ে নিজেদের Aadhaar-এর সাথে মোবাইল নম্বর সংযুক্ত করার কাজ করে নিতে পারবেন নাগরিকরা। এই মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য আবেদনকারীকে দিতে হবে নির্দিষ্ট শুল্ক।

UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, Aadhaar-এর সাথে মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য আবেদনকারীকে খরচ করতে হবে ৫০ টাকা।

Aadhaar-এর মোবাইল নম্বর সংযুক্ত থাকার সুবিধা

Aadhaar-এর মোবাইল নম্বর সংযুক্ত থাকলে নিজের ইচ্ছেমতো Aadhaar Lock এবং Unlock করা যায়। এর ফলে Aadhaar-এর কোনরকম অপব্যবহারের সম্ভাবনা থাকে না।

Aadhaar-এর মোবাইল নম্বর সঙ্গে যুক্ত থাকলে মাত্র ১০ মিনিটের মধ্যে Pan কার্ড পাওয়া যেতে পারে।

মোবাইল নম্বর সংযুক্ত থাকলে Aadhaar OTP-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প এবং মাধ্যমে অনলাইনে সহজেই বাড়িতে বসে আবেদন করা যায়।