Additional Coaches in Trains: ২০২৪ সালের শেষের দিকে ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য এক বিশাল চমক নিয়ে এসেছে! পূর্ব রেল এবার হাওড়া থেকে ছাড়ানো একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি (Additional Coaches in Trains) রেলযাত্রীদের জন্য এক দারুণ উপহার হতে চলেছে, কারণ এটি যাত্রা আরও আরামদায়ক এবং সুবিধাজনক করে তুলবে। শীতকালীন ছুটিতে বহু মানুষ ভ্রমণের পরিকল্পনা করেন, কিন্তু টিকিট না পাওয়ার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে না। এবার সেই সমস্যা দূর হয়ে যাবে, কারণ অতিরিক্ত কোচ যোগ করার ফলে যাত্রীরা সহজেই টিকিট পেয়ে যাবেন।
আরো পড়ুন: হাজার হাজার টাকার টিকিটের বন্দে ভারতে এ কী হাল! খাবার নিয়ে জঘন্য ব্যাপার
পূর্ব রেলের এই নতুন উদ্যোগটি (Additional Coaches in Trains) যাত্রীদের জন্য এক বড় সান্ত্বনা। বিশেষ করে শীতকালে যখন অধিকাংশ মানুষ পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য বিভিন্ন গন্তব্যে যেতে চান, তখন ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এবার পূর্ব রেলের ঘোষণার পর, শান্তিনিকেতন, ধানবাদ, সিউড়ি, মালদা বা অন্যান্য জায়গায় ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের জন্য সুখবর। পূর্ব রেল জানিয়েছে যে, ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চারটি এক্সপ্রেস এবং একটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত চেয়ার কার সংযুক্ত করা হবে।
এই ট্রেনগুলোর মধ্যে অন্যতম হলো শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট রুটের বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, এবং হাওড়া-দেওঘর রুটের ময়ূরাক্ষী এক্সপ্রেস। এছাড়া হাওড়া–সিউড়ি–হাওড়া রুটের হুল এক্সপ্রেসেও একটি অতিরিক্ত এসি ৩-টিয়ার কোচ সংযুক্ত হচ্ছে। কোলফিল্ড এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, এবং ইন্টারসিটি এক্সপ্রেসে বিশেষভাবে অতিরিক্ত কোচ যোগ করার ফলে যাত্রীদের জন্য আরও সুবিধা তৈরি হবে।
আরো পড়ুন: টিকিটের সঙ্গেই এই পাঁচটি সুবিধা একেবারে ফ্রি, না জানলে জেনে নিন বিস্তারিতভাবে
তবে একমাত্র হাওড়া–সিউড়ি–হাওড়া হুল এক্সপ্রেসই অতিরিক্ত এসি ৩-টিয়ার কোচ পেয়েছে, অন্য ট্রেনগুলিতে রয়েছে সাধারণ কোচের সংযোজন। এটা বিশেষ করে শীতকালীন ভ্রমণকারীদের জন্য দারুণ উপকারী, যারা আরামদায়ক যাত্রা চান। পূর্ব রেলের এই পদক্ষেপ যাত্রীদের মধ্যে স্বস্তি এবং আস্থা বাড়াবে, এবং ভারতীয় রেলের প্রতি মানুষের বিশ্বাস আরও শক্তিশালী হবে।
অতএব, এবার আর চিন্তা নেই! আপনি যদি শীতকালীন ছুটিতে শান্তিনিকেতন, ধানবাদ, সিউড়ি বা অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, তবে এখনই নিশ্চিন্তে টিকিট বুক করতে পারেন। পূর্ব রেলের এই নতুন উদ্যোগটি (Additional Coaches in Trains) আপনার ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে, এবং আপনি নিশ্চিন্তে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।