পুজো নিরাপত্তায় কড়া নজর পুলিশের, মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

হিমাদ্রি মন্ডল : পুজোতে বাকি আর মাত্র ৭ দিন। জোড়কদমে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরীর কাজ। যদিও বৃষ্টির কারণে হঠাৎ থমকে গেছে মণ্ডপসজ্জার কাজ, ব্যাঘাত ঘটেছে আলোকসজ্জায়। বৃষ্টি একটু কমতেই ফের জোড়কদমে শুরু মণ্ডপ ও প্রতিমা তৈরীর কাজ। অতিরিক্ত ব্যস্ততায় মন্ডপ তৈরির পরিকাঠামোয় যেন কোন খুঁত না থাকে সে বিষয়ে কড়া নজর বীরভূম জেলা প্রশাসনের।

এদিন বীরভূমের সিউড়ির সমস্ত বড় পুজো কমিটির সাথে দেখা করলেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও সিউড়ি থানার আইসি দেবাশীষ সহ অন্যান্য আধিকারিকরা। খতিয়ে দেখলেন বিভিন্ন মন্ডপের পরিকাঠামো, কোন পথ দিয়ে পুজোর দিন পুজো দেখতে আসা দর্শনার্থীদের ঢোকানো হবে কোন দিক দিয়ে বের করা হবে। মণ্ডপে কত মানুষের লোক ধারণ ক্ষমতা রয়েছে, কত মানুষকে একসাথে ঢোকানো হবে। এছাড়াও খতিয়ে দেখলেন সবরকম খুঁটিনাটি বিষয়।

মন্ডপ পরিদর্শনে পর অতিরিক্ত পুলিশ সুপার জানান, “জেলার সমস্ত বড় পূজো মন্ডপেই ভিজিট করছে আমাদের টিম। সাধারণ মানুষের নিরাপত্তাজনিত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। যে সমস্ত পূজামণ্ডপে সাধারণ মানুষের নিরাপত্তায় কোন খামতি দেখা যাবে তাদের ওয়ার্নিং করা হবে।”