রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত অধীর চৌধুরী, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বে মৃত্যুর সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গেছে। আমাদের দেশেও করোনা ভাইরাস তার মারণ থাবা বসিয়েছে। দুদিন আগেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কলকাতার একাধিক জায়গা সিল করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গোপন করা হচ্ছে, কম করে বলা হচ্ছে এমন অভিযোগ বিরোধী শিবির বারবার করেছে। রাজ্য বিজেপির দিলীপ ঘোষ‌ মৃতদেহ লোপাট হচ্ছে বলেও অভিযোগ করেন। এবার কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বিস্তর অভিযোগ নিয়ে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে।

রাজ্য সরকারের কাজকে অনৈতিক বলে অধীর বাবু এদিন একটি ভিডিও করেন। ভিডিওটিতে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কি রকমভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এখনই পরিস্থিতি জটিল। আর এরই মধ্যে অনৈতিক কাজ করছে রাজ্য‌ সরকার। একজন রোগীর মৃত্যুর পরে কি কারণে মৃত্যু হয়েছে তা ঠিক করার অধিকার শুধুমাত্র তাদেরই আছে যারা ওই ব্যক্তির চিকিৎসা করছিলেন। কিন্তু এই রাজ্যে এক দল মেডিক্যাল অডিটর সেটা ঠিক করছেন।” রাজ্যে ১২ জন চিকিৎসককে নিয়ে মুখ্যমন্ত্রী যে অডিট টিম তৈরি করেছেন তাকে অধীর বাবু বহিরাগত বলে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, এই অডিট টিমই মৃত্যুর কারণ নির্ধারণ করছেন আর তারপরই মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন। অধীর বাবু আরও বলেন, কদিন আগেই তিনি দেখলেন মুখ্যমন্ত্রী এক জায়গায় বলছেন “বাংলাতে সেরা ট্রিটমেন্ট হচ্ছে। তার এ কথা স্রেফ একটা রাজনৈতিক স্টেটমেন্ট। মানুষের জীবন নিয়ে খেলা করছে তৃণমূল সরকার। রোগীর পরিবারকে ধোঁকা দেওয়া হচ্ছে। ধোঁকা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষকে। এর ফলে সংক্রমণের গতিপ্রকৃতি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন মানুষ।”

রবিবার তিনি এই ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেন এর আগে অধীরবাবু শনিবারই মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকদের কথা বলে। এই ভিডিওটিতে অধীরবাবু আরও বলেন, “আমি কেন্দ্র ও রাজ্য সরকার উভয়কেই বলতে চাই, সাধারণ মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা ঠিক নয়। বাংলাতে এই প্র্যাক্টিস বন্ধ করা উচিত। তা না হলে সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যে।”