‘ভোট ঘোষণার পর ৭টা থেকে খেলতে আরম্ভ করবো’, অনুব্রত মণ্ডল

হিমাদ্রি মন্ডল : একদিকে চলছে পশ্চিমবঙ্গ তথা আরও চার রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। দিনক্ষণ ঘোষণার জন্য মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা সাংবাদিক বৈঠক করছেন। আর ঠিক সেই মুহুর্তেই বীরভূমের তৃণমূল নেতা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিলেন, “ওরা সাড়ে চারটেয় ভোট ঘোষণা করবে, আমরা সাতটা থেকে খেলতে লাগবো।”

শুক্রবার বীরভূমের সিউড়ির বেনীমাধব স্কুলের মাঠে তৃণমূলের তরফ থেকে একটি মহিলা সমাবেশের আয়োজন করা হয়। আর সেই মহিলা সমাবেশের প্রধান বক্তা ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সভায় বক্তব্য রাখার সময় ‘খেলা হবে, রাত ন’টার পর খেলা হবে’, এমন একাধিক হুংকার দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়েও ‘খেলা হবে’ স্লোগান তুলতে দেখা গেল তাকে।

অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে প্রশ্ন করা হয় আজ ভোটের দিন ঘোষণা করা হবে। আর তা শুনে অনুব্রত মণ্ডল বলেন, “খেলা হবে। ওরা সাড়ে চারটেয় ভোট ঘোষণা করবে আমরা সাতটা থেকে খেলতে লাগবো। খেলা তো শুরু হয়ে গেছে। রাতেও খেলা হয়, দিনেও খেলা হয়, সব রকম খেলা হয়। চারজন করে খেলা, ঘরে ঘরে খেলা, বাড়িতে বাড়িতে খেলা।”

পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে নির্বাচন ঘোষণার পর ভোটের সময় অনুব্রত মণ্ডলকে কখনো গৃহবন্দী অথবা কখনো নজরবন্দী করা হয়েছে। আর এই প্রসঙ্গে এদিন তিনি সোজাসাপ্টা উত্তর দিয়ে বলেন, “গৃহবন্দি করবে করুক, যমের দুয়ারে বন্দী করবে করুক। সব জায়গা থেকে উঠে চলে আসবো।”

[aaroporuntag]
প্রসঙ্গত, যেকোনো নির্বাচনের আগেই অনুব্রত মণ্ডলকে কোন না কোন নিদান দিতে দেখা যায়। ঠিক একইভাবে এবারও তিনি প্রথম দিকে নিদান দিয়েছিলেন, ‘বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করার’, আর পরে আবার স্লোগান তোলেন ‘খেলা হবে’। আর এই নিয়ে এবার বেশ মজে উঠেছে রাজ্য রাজনীতি।