নিরাপত্তারক্ষী থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজের ছাত্র, অনন্য নজির রামজালের

নিজস্ব প্রতিবেদন: এতদিন তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একজন নিরাপত্তারক্ষী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সেই নিরাপত্তারক্ষীর কাজ করতে করতেই নিজের অদম্য চেষ্টা ও একাগ্রতায় আজ সে প্রবেশিকা পরীক্ষায় বসে উত্তীর্ণ। যার পরিচয় ছিল এতদিন নিরাপত্তারক্ষী রূপে, তাকে সবাই এখন চিনবে ছাত্র হিসাবে।

এই অনন্য কৃতিত্বের অধিকারী রামজাল মিনা রাজস্থানের বাসিন্দা। ৩৩ বছর বয়সে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করে নতুন করে সে রাশিয়ান ভাষায় B.A. ডিগ্রিতে ভর্তি হবে।

Source

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর ওই নিরাপত্তারক্ষী জানান, তার এই ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়াদের দেওয়া মনোবল আজ থেকে এই জায়গায় নিয়ে এসেছে। তাদের দেওয়া উৎসাহকে বল করেই তিনি পেয়েছেন সফলতা।

কিন্তু নিরাপত্তারক্ষীর কাজ করতে করতে কীভাবে তিনি এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব সেরেছেন। সে বিষয়ে তিনি জানান, নিজের স্মার্টফোনে ডাউনলোড করেছিলেন কতকগুলি প্রয়োজনীয় অ্যাপ। যে গুলির মাধ্যমে এবং মোবাইলেই সংবাদপত্র দেখে দেখে পরীক্ষার প্রস্তুতি নেন।

Source

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নিরাপত্তারক্ষী রামজালের বাড়ি রাজস্থানের ভাজেরা গ্রামে। ছোটবেলা থেকেই অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে সে বড় হয়। সংসারের হাল সামলাতে বাবার কাজে নিজেকে সামিল করতে হতো। আর এইভাবে সংসার চালাতে চালাতে ৩০ কিলোমিটার দূরের কলেজে গিয়ে পড়াশোনা চালানো সম্ভব হয়নি তার। কিন্তু তারপরেও পড়াশোনা থামিয়ে রাখিনি সে। ডিস্টেন্স থেকে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং হিন্দি নিয়ে গ্রাজুয়েট হন। আর এবারের অদম্য প্রচেষ্টায় সরাসরি কলেজে ভর্তি হবেন এই নিরাপত্তারক্ষী।