রাণুর পর অতীন্দ্রর হাত ধরে উঠে এলেন আরও এক প্রতিভা, ভাইরাল হলো গান

নিজস্ব প্রতিবেদন : রানাঘাটের ইঞ্জিনিয়ার অতীন্দ্র চক্রবর্তী রানু মন্ডলের গান তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন, আর তারপরেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি রানু মন্ডলের গানের চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। একেবারে রানাঘাট স্টেশনের ভবঘুরে গায়িকা থেকে রানু মন্ডল পাড়ি দেন বলিউডের প্লেব্যাক গায়িকা হিসেবে। আর এই সাফল্যের জন্য নেট দুনিয়ার নেটিজনেরা অতীন্দ্রকে দিয়েছেন বাহবা। রানু মন্ডল হিমেশ রেশমিয়ার সাথে গান রেকর্ডিংয়ের সময় অতীন্দ্রকেও দেখা গিয়েছে সঙ্গে, আর হিমেশ রেশমিয়া এরকম আরও প্রতিভা খুঁজে বের করার জন্য দায়িত্ব দিয়েছেন অতীন্দ্রকে বলেও জানা গিয়েছে। আর এরপরেই মাসখানেকের মধ্যেই অতীন্দ্রর হাত ধরে উঠে এলো আরও এক প্রতিভা।

সোমবার অতীন্দ্র তার ফেসবুকে এমনই এক প্রতিভাবান যুবকের একটি গান আপলোড করেছেন। সেই গানের ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে প্রায় লাখ দুয়েক মানুষ সেই ভিডিওটি দেখেছেন এবং ওই যুবকের গানের প্রশংসায় পঞ্চমুখ তারা। গানটি দেখার সাথে সাথে সেটিকে শেয়ার করতেও ভুলেননি অনেকে, সাথে রয়েছে গানের প্রশংসায় অজস্র কমেন্ট।

জানা গিয়েছে, অতীন্দ্রর এই দ্বিতীয় আবিষ্কার প্রতিভাবান যুবকের নাম সুরজিৎ। যদিও এই যুবককে নিয়ে রাণুদির মত এতটা মাতামাতি পড়েনি সোশ্যাল মিডিয়ায়, তবে সেই যুবকের গান ভাইরাল। আর পাশাপাশি এও বলা অনস্বীকার্য যে, অতীন্দ্রকে হিমেশ রেশমিয়া প্রতিভা খোঁজার যে দায়িত্ব দিয়েছেন সে জায়গায় তিনি এতটুকু কসুর রাখেননি।

প্রসঙ্গত, আমাদের রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানান প্রতিভাবান ব্যক্তিদের তুলে ধরার জন্য ইতিমধ্যে অতিন্দ্র একটি ব্যক্তিগত ফেসবুক পেজ খুলেছেন। নেহাৎ ভালোবাসা, পছন্দের ছলে যখন একদিন এই অতীন্দ্র রানাঘাট স্টেশন থেকে রাণুদির গান রেকর্ড করে নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তখন তিনি হয়তো নিজেই ভেবে উঠতে পারেননি রাতারাতি এই ভিডিও নেট দুনিয়ায় শোরগোল ফেলে দেবে। আর সেই শোরগোল পড়ে যাওয়ার পরই অতীন্দ্র এখন উৎসাহিত আরও কিছু প্রতিভাবান শিল্পীদের নেট দুনিয়ার নজরে আনা।