সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে অরিজিৎ সিংয়ের এই কনসার্টের গান, না দেখলে মিস

সম্প্রতি অরিজিৎ সিং কোক স্টুডিয়তে গাওয়া একটি পাকিস্তানি ভাইরাল গান ‘পাসুরি’ গাইলেন আবার। কিছুদিন আগে মুম্বইতে তাঁর লাইভ কনসার্টে গানটি গেয়েছেন। আর তাঁর গান আবার সকলের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। প্রতিবারের মত ভক্তরা তাঁর গায়কিতে মুগ্ধ হয়েছেন। আর এখন তাঁর সেই কনসার্টের ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর স্বাভাবিক ভাবে ভিডিওগুলো দেখছেন বহু মানুষ।

এই ভিডিওটি প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেন আয়ুষ্মান সিনহা। আর সেই সঙ্গে তিনি ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন, এ যেনো এক অসামান্য রাত, আর অরিজিৎ সিং-এর কাছে তার হিট গানের একটা বিশাল বড়ো তালিকা, কিন্তু তিনি এখনও তাঁর ও দর্শকদের পছন্দের কিছু গানের তালিকা নিয়েই মঞ্চে ওঠেন! আর পাসুরি গানের যে নতুন ভার্সন রয়েছে সেতো অসাধারণ। তিনি পাকিস্তানি গায়ক আলী শেঠি এবং শাই গিল এবং সুরকার জুলফিকার জব্বার খানকেও ট্যাগ করেছেন এই ভিডিওটিতে।

মাত্র একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। আর এই কয়েক ঘন্টায় ভিডিয়োটি প্রায় ৪ লাখের মতো মানুষ দেখে ফেলেছেন। আর সংখ্যাটি ক্রমে বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ যে পাসুরি গানের ভিডিয়োটি শুধু যে দেখছেন তা নয়, সেই সঙ্গে তারা নানান মন্তব্যও করেছেন।

একজন ব্যক্তি এই পোস্টে অরিজিৎকে গানের রাজা বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, রাজা তাঁর গাওয়া সমস্ত গানকে আলাদা মাত্রা দিয়ে থাকেন। তিনি আরও বলেছেন, গানগুলি এতটাই ভালো ছিল যে, তিনি চোখের জল ফেলতে বাধ্য হয়েছিলেন। ওপর একজন ভক্ত মন্তব্য করেছেন, পাসুরি গানের প্রতিটি ছত্র একদম নিখুঁত, প্রতিটি সুর যথাযথ আর সেই কারণেই তিনি রাজা। আরও একজন বলেছেন, অরিজিৎ সিংয়ের নামটাই যথেষ্ট। তিনি একজন জীবন্ত ঈশ্বর, এমন কথাও বলেছেন এক ব্যক্তি।

বিদেশের মাটিতে নিজের নাম লিখে এসে অরিজিৎ এখন দেশের মানুষের হৃদয়ে নিজের নাম লেখার জন্য প্রস্তুত। বর্তমানে দেশের বিভিন্ন শহরে হচ্ছে তার কনসার্ট। আগামী বছর একটি কনসার্ট কলকাতায় হওয়ার কথা আছে। যার টিকিট নিয়ে এখন থেকেই চাহিদা প্রচুর। বাংলার শ্রোতারা এখন অপেক্ষায় করে আছেন পরের বছরের জন্য, যখন অরিজিৎ এসে পৌঁছাবেন তার গানের পসরা নিয়ে।