এটা ছিল হাফ জেরা, ফের প্রশ্নমালা রেডি করে সিবিআই তলব অনুব্রত মণ্ডলকে

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কান্ড সহ একাধিক মামলায় ৬ বার সিবিআই তলব এড়ানোর পর বৃহস্পতিবার শেষমেষ অনুব্রত মণ্ডল সিবিআই-এর মুখোমুখি হন। মুখোমুখি হতেই চার ঘণ্টায় কাছাকাছি সময় ধরে ৩৬টি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে বলে জানা যায়। তবে এটাই কিন্তু শেষ নয়!

গরু পাচার কাণ্ডে বৃহস্পতিবার সিবিআই অনুব্রত মণ্ডলকে যে সকল প্রশ্ন করেন তা ছিল কেবলমাত্র হাফ জেরা, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এরপর তাকে ফের জেরা করা হবে। দ্বিতীয়বার জেরা করার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিবিআই প্রশ্নমালা তৈরি করছে বলে জানা যাচ্ছে। দ্বিতীয়বার সিবিআই দপ্তরে হাজির হওয়ার জন্য ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছে সিবিআই।

বৃহস্পতিবার হাফ জেরা হওয়ার পর অনুব্রত মণ্ডল নিজাম প্যালেস ছেড়ে চলে যান এসএসকেএম হাসপাতাল। সেখানে তার রুটিন চেকআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। সেখানে বেশ কিছুক্ষণ ধরে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যদিও এই যাত্রায় তাকে আর ভর্তি করার প্রয়োজন হয়নি। তবে তার রক্তচাপ বেশি ছিল।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা তাকে ফের হাসপাতালে রুটিন চেকআপের জন্য আসতে বলেন তিন চার সপ্তাহ পর। অন্যদিকে সিবিআই তাকে আগামী সপ্তাহে ফের নিজাম প্যালেসে আসার জন্য নির্দেশ দিয়েছে। এবার তাকে বিস্তারিত নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ব্যাঙ্ক, আয়কর সহ বেশকিছু নথি দেখতে চেয়েছে সিবিআই।

সিবিআই আধিকারিকরা এই গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের সঙ্গে অন্যান্য অভিযুক্তদের কতটা যোগাযোগ ছিল তা খতিয়ে দেখছে। এর পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার কাজ চলছে। তবে যে ফের অনুব্রত মণ্ডলকে সিবিআই-এর মুখোমুখি হতে হবে তা একপ্রকার নিশ্চিত।