ফের মাথাচাড়া দিলো কাটমানি ইস্যু, আক্রান্ত প্রতিবাদী হাসপাতালে ভর্তি

অমরনাথ দত্ত : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাটমানি সম্পর্কিত মাস দুয়েক আগের মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন, এই আন্দোলন আরো মাথাচাড়া দিয়ে উঠেছিল বিরোধীদের আন্দোলনকে ভর করে। তারপর এই কাটমানি ইস্যু ধীরে ধীরে চাপা পড়তে শুরু করে অন্যান্য ইস্যুর সামনে। তবে এই ইস্যু আবার মঙ্গলবার মাথাচাড়া দিয়ে ওঠে বীরভূমে।

মঙ্গলবার বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গা গ্রাম ফের উত্তপ্ত হয়ে ওঠে কাটমানিকে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে। ঘটনায় এক ব্যক্তি আক্রান্ত হয়ে প্রথমে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি হয় পরে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে।

গ্রামের এক গোষ্ঠী যারা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করেছেন তাদের অভিযোগ, “আমরা দিন কয়েক আগে ইন্টারনেটে দেখতে পাই গ্রামের কয়েকজন গরিব মানুষের বাড়ি তৈরীর টাকা এসে গেছে অথচ তারা পায়নি। সেই মতো আমরা বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে অভিযোগ করি। সেই টাকা কি হল তা জানতেই আমাদের অভিযোগ।” এই টাকা আত্মসাতের অভিযোগ গ্রামবাসীদের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

ঘটনায় আহত ব্যক্তি মহঃ আলি জানান, “আমি বিজেপি করি এবং এই টাকা আত্মসাতের প্রতিবাদ করেছিলাম। তার জন্যই গতকাল যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছিলাম তখন আমার উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।”

আক্রান্ত ব্যক্তি এবং তার গোষ্ঠীর লোকজন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনলেও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কে বা কারা হামলা চালিয়েছে সে সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। যারা হামলা করেছে তারা আমাদের দলের কেউ নয়।