করোনামুক্ত হয়েও রক্ষা হলো না, ৮ দিন পেরোতেই ফের সংক্রমণ নিউজিল্যান্ডে

নিজস্ব প্রতিবেদন : ৪৯ লক্ষ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড ৮ দিন আগেই তাদের দেশের শেষ করোনা রোগীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নজির সৃষ্টি করেছিল। এরপর দেশে একটিও অ্যাক্টিভ সংক্রমণ না থাকাই করোনামুক্ত হয়েছিল এই দেশটি। দেশজুড়ে খুশির হাওয়া বইছিল। দেশের অলরাউন্ডার ক্রিকেটার জেমস ডগলাস শেহান নীশম ট্যুইট করে জানিয়েছেন, “সকলকে শুভেচ্ছা, নিউজিল্যান্ড এখন করোনামুক্ত। এই সাফল্যের জন্য নিউজিল্যান্ডের পরিকল্পনা, সংকল্প ও দলবদ্ধভাবে লড়াই বিশেষ তাৎপর্য বহন করে।” কিন্তু এই খুশির হওয়া দীর্ঘমেয়াদি হলো না। বরং ৮ দিন পেরোতেই নতুন করে সংক্রমণ ধরা পরল দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় ওশিয়ানিয়ার এই দেশে নতুন করে দুজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দুজনই সম্প্রতি ব্রিটেন থেকে এসেছেন। আর এই দুজনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়ায় সে দেশের প্রধানমন্ত্রীর মুখের একগাল হাসি মলিন হয়ে পড়ে। যদিও শঙ্কাটা আগেই ছিল, কারণ বিদেশ থেকে মানুষ দেশে ঢুকলেই সংক্রমণ বাড়বে। তবে তা হলেও তিন মাসের মধ্যে এই ছোট্ট দেশটি যা করে দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। কারণ বিশ্বের তাবড় তাবড় দেশ তিন মাসে করোনা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি।

জুন মাসের ৭ তারিখ নিউজিল্যান্ড এমন বড় সাফল্য পাওয়ার পর সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সীমান্ত থেকে সমস্ত রকম বিধিনিষেধ তুলে দেন। সামাজিক ও অর্থনৈতিক নিয়মেও ছাড় দেওয়া হয়। তিন মাস ধরে কড়া লকডাউন মানার পর নিউজিল্যান্ডের বাসিন্দারা বিধি-নিষেধে ছাড় পেয়ে স্বস্তি পেতে শুরু করেন। তবে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করে চলার পরামর্শ দেন সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ৭ই জুন পর্যন্ত সে দেশে মোট সংক্রমণের সংখ্যা ছিল ১১৫৪। তবে অন্যান্য বিভিন্ন সংস্থা জানিয়েছে সংক্রমণ ছিল ১৫০৬। নতুন করে এই সংখ্যার সাথে সংযোজন হলো আরও দুই। আর মৃতের সংখ্যা ২২।

গত ২৪ ঘন্টায় যে দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তারা দুজনই হলেন মহিলা। লকডাউন শুরু হওয়ার আগে তারা দুজনে ব্রিটেনের ওয়েলিংটনে যান বাবার সাথে দেখা করতে। তারপর হঠাৎ লকডাউন জারি হওয়ায় সেখানে তারা আটকে পড়েন। আর নিউজিল্যান্ডে লকডাউন শিথিল হতেই সম্প্রতি তারা দেশে ফেরেন।ইতিমধ্যেই এই দুজনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় দুজনকে আইসোলেশন রাখা হয়েছে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে।