মাধ্যমিকে বীরভূম জেলায় প্রথম অগ্নিভ সাহা, রাজ্যে চতুর্থ

হিমাদ্রি মন্ডল : বীরভূম জেলা স্কুলের পড়ুয়া অগ্নিভ সাহা এবছরের মাধ্যমিকে বীরভূম জেলায় প্রথম স্থান অধিকার করলেন। জেলায় প্রথম স্থান অধিকার করার পাশাপাশি তিনি রাজ্যে একমাত্র চতুর্থ স্থানাধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাধ্যমিকে এবছর তার প্রাপ্ত নম্বর হলো ৬৮৯। অগ্নিভ বীরভূমের সিউড়ির শ্রীভূমি পল্লীর বাসিন্দা। অগ্নিভ সাহার বাবা নিখিল সাহা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক এবং মা শিক্ষিকা।

মাধ্যমিকে রাজ্যে চতুর্থ এবং জেলায় প্রথম স্থান অধিকার করে অগ্নিভ জানান, “প্রচন্ড টেনশনের কারণে সরাসরি টিভিতে রেজাল্ট আমি শুনিনি। আমি বসেছিলাম পাশের ঘরে। এরপর মা রেজাল্ট দেখে আমাকে বলে আমি চতুর্থ হয়েছি। আর এ কথা শোনার পরেই আমি খুব খুশি। আমি কতটা খুশি তা ভাষায় বলে প্রকাশ করার মতো ক্ষমতা নেই। ভালো ফল হবে এটা আমার আশা ছিল তবে এতটা ভালো ফল হবে সেটা ভাবতে পারিনি।”

রাজ্যে মাধ্যমিকে চতুর্থ এবং জেলায় প্রথম হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অগ্নিভ জানান, “আমি ইঞ্জিনিয়ার হতে চাই।” অগ্নিভ পড়াশুনা নিয়ে জানান, “দিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতাম। নিজেই সব কিছু করার চেষ্টা করতাম। কোন রকম অসুবিধা হলে স্কুলের শিক্ষকদের সহযোগিতা নিতাম। স্কুলের শিক্ষকদের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। পাশাপাশি সহযোগিতা পেয়েছি পাড়ার মানুষদের থেকে। আর বাবা-মা সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।”

অগ্নিভ সাহার পড়াশুনা ছাড়া ভালো লাগে ক্রিকেট খেলতে এবং গল্প বই পড়তে। গল্পের বই পড়তে বলতে ডিটেকটিভ গল্প যেমন ফেলুদা, কাকাবাবু ইত্যাদি তাঁর খুব পছন্দের। সিনেমাও দেখতে পছন্দ করেন। অগ্নিভর প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি।