সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিয়মে বদল, অগ্নিবীরদের মানতে হবে এই নিয়ম

নিজস্ব প্রতিবেদন : দেশের বহু যুবক-যুবতীদের মধ্যে দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায়। সেই প্রবণতার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে অগ্নিবীর নিয়োগের জন্য নতুন নিয়ম চালু করে এবং সেই নিয়মকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ যুবক-যুবতী আবেদন করা শুরু করেন। তবে এই নিয়ম নিয়ে এবার নতুন করে পরিবর্তন আনা হলো ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে।

নতুন নিয়ম সম্পর্কে চলতি মাসের মাঝামাঝি সময়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে জারি করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সেক্ষেত্রে যদি বিজ্ঞপ্তি জারি করা হয় তাহলে এপ্রিল মাস থেকেই নতুন নিয়ম লাগু হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন এই নিয়ম ইচ্ছুক অগ্নিবীর প্রার্থীদের সুবিধা না অসুবিধার কারণ হবে তা সময় বলবে।

অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে যোগদানের জন্য Common Entrance Examination বা CEE দিতে হয়। আগের নিয়ম অনুযায়ী এই পরীক্ষা নেওয়ার আগে অগ্নিবীর প্রার্থীদের প্রথমেই ফিটনেস টেস্ট দিতে হতো এবং তারপর হতো মেডিকেল। এই দু’জায়গায় উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থীরা Common Entrance Examination বা CEE দিতেন।

কিন্তু এই পদ্ধতিতে নিয়োগ হওয়ার ক্ষেত্রে অজস্র যুবক-যুবতী ফিটনেস টেস্ট দিতে আসেন। বিপুল সংখ্যক এই যুবক-যুবতীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় সেনা কর্মী এবং অফিসারদের। এর পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রক এখন সিদ্ধান্ত নিয়েছে আগেই নেওয়া হতে পারে Common Entrance Examination বা CEE।

এই পরীক্ষা অনলাইনে এবং দেশের ২০০ টি কেন্দ্র থেকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের পরবর্তী পদক্ষেপ হিসাবে ফিটনেস এবং মেডিকেল হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। তবে এমন পরিবর্তন আদৌ আসবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে প্রতিরক্ষা মন্ত্রকের সীলমোহরের উপর।