ক’দিন আগেই টাপা টিনি গানে সোনাঝুড়িতে নেচে গেলেন ঐন্দ্রিলা, আজ নেই! আক্ষেপ অনুরাগীদের

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের বোলপুর শান্তিনিকেতনকে আন্তর্জাতিক শহর হিসাবে মনে করা হয়ে থাকে। কারণ এখানে বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন হয়। পর্যটকদের এই তালিকায় থাকতে দেখা যায় বহু টলি বলি অভিনেত্রীদের। ঠিক সেই রকমই মাস ছয়েক আগে শান্তিনিকেতন ঘুরতে এসেছিলেন সদ্য প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা। সে সময় তিনি সোনাঝুড়িতে জনপ্রিয় টাপা টিনি গানে নাচ করে সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন।

সদ্য প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা বোলপুরে এসেছিলেন জুন মাসের ৪ তারিখ। সঙ্গী হিসাবে তার সঙ্গে ছিলেন সব্যসাচী এবং বন্ধু-বান্ধবরা। দিনভর বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি বোলপুরের একটি হোটেলে শালপাতায় মাছ ভাত খেতে দেখা গিয়েছিল তাদের। এইসবের মধ্যেই রবিবার তার সকলকে ছেড়ে চলে যাওয়া অনুরাগীদের কাছে আক্ষেপ তৈরি করছে।

জুন মাসে ঐন্দ্রিলার বোলপুর সফরের পর যারা তার ভিডিও দেখেছিলেন তাদের মধ্যে এখন আক্ষেপের সুর, এইতো কদিন আগে দিব্যি বোলপুর ঘুরে যাওয়ার পাশাপাশি নাচ গান কত কিনা করলেন। আর আজ এই মেয়েটি আর নেই! এসব ভেবেই তার অনুরাগীদের মধ্যে এখন আক্ষেপ উর্ধ্বসীমায়।

ঐন্দ্রিলার জীবনে ভয়ংকর দিনের খোঁজ পাওয়া যায় ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি অর্থাৎ তার জন্মদিনে। যেদিন তিনি জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে বোন ম্যারো ক্যান্সার। তবে চিকিৎসকেরা সেই সময় তাকে মাত্র ছয় মাস সময় দিলেও তিনি সেই লড়াইয়ে জয়ী হয়ে ছয় বছর পার করেদিলেন।

ঐন্দ্রিলার এইভাবে চলে যাওয়াই তার বাড়ি বহরমপুরেও নেমে এসেছে শোকের ছায়া। নাচের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখন আক্ষেপের সুরে বলছেন, ও খুব লড়াকু মেয়ে ছিল। প্রতিটি বিপর্যয় লড়াই করে জিতে আসতে সক্ষম হয়েছে। এবারও তারা আশা করেছিলেন লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরবেন অভিনেত্রী। কিন্তু তা না হওয়াতেই তাদের আক্ষেপ আরও বাড়ছে।